সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ০১ আগস্ট ২০১৮
সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন সেরেনা উইলিয়ামস। ডব্লিউটিএ সিলিকন ভ্যালি ক্ল্যাসিক টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সেরেনা ৬-১, ৬-০ গেমে বৃটিশ ইয়োহানা কন্টার কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।

বিশ্বের সাবেক নম্বার ওয়ান সেরেনা উইম্বলডনের পরে প্রথম কোন টুর্নামেন্ট খেলতে কোর্টে নেমেছিলেন। ২০১৬ সালে সিলিকন ভ্যালি বিজয়ী কন্টার কাছে মাত্র ৫১ মিনিটে পরাজিত হয়েছেন উইম্বলডনের রানার্স-আপ সেরেনা। ডব্লিউটিএ প্রিমিয়ার টুর্ণামেন্টের ষষ্ঠ বাছাই কন্টা ক্যারিয়ারে তিনটি শিরোপা জিতেছেন। ২৫টি আনফোর্সড এররের বিপরীতে ৯টিতে বিজয়ী হয়েছেন সেরেনা। অন্যদিকে কন্টা টানা ১২টি গেমে জয়ী হন।

এর আগে ১৯৯৮ সালে জনেটে ক্রুগার ও ২০১৪ সালের ডব্লিউটিএ ফাইনালে সিমোনা হালেপের কাছে পরাজিত ম্যাচগুলো সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অধ্যায় হয়েছিল। ঐ ম্যাচগুলোতে তিনি মাত্র দুটি করে গেমে জয়ী হয়েছিলেন।

ম্যাচ শেষে সেরেনা বলেন, ‘আমি মনে করি সে দ্বিতীয় সেটে দারুন খেলেছে। প্রথম সেটে আমি সবগুলো জায়গায় ভালো খেলিনি। সেখানেই সে আমার থেকে বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

সেরেনাকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন কারবার

সেরেনাকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন কারবার

ফেদেরারের বিদায়

ফেদেরারের বিদায়

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী হালেপ

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী হালেপ