ব্যস্ত সূচিকে কিছুটা সহজ করার লক্ষ্যে রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
দুইবার রজার্স কাপের শিরোপা জয় করা ফেদেরার গত বছরও ফাইনালে উঠেছিলেন। কিন্তু আগস্টে অনুষ্ঠিত এবারের আসরে আর খেলছেন না বলেই নিশ্চিত করেছেন।
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালিস্ট ৩৬ বছর বয়সী ফেদেরার এক বিবৃতিতে বলেছেন, শীর্ষ পর্যায়ে নিজের খেলা আরও কিছুদিন চালিয়ে যাবার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
ফেদেরার বলেন, ‘গত বছর মন্ট্রিয়ালে আমার সময়টা দারুন কেটেছে। কানাডিয়ান সমর্থকদের সামনে খেলাটা সবসময়ই উপভোগ্য। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এবার আর খেলতে পারছি না। টরোন্টো থেকে নাম প্রত্যাহারের বিষয়ে দুঃখ প্রকাশ করছি।’
২০১৮ সালে এ পর্যন্ত মাত্র সাতটি ইভেন্টে খেলেছেন ফেদেরার। সেপ্টেম্বরে ক্যারিয়ারের ষষ্ঠ ইউএস ওপেন জয়ের ১০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান এ সুইস তারকা।