স্টেফি গ্রাফের পাশে জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
স্টেফি গ্রাফের পাশে জোকোভিচ

ক্যারিয়ারের হয়তো সেরা সময় পার করছেন নোভাক জোকোভিচ। কিছুদিন আগে জিতেছেন অস্ট্রেলিয়া ওপেন। এই জয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদালের পাশে বসেছেন এই সার্বিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কারণে আরেকটি সাফল্য ধরা দিল তাকে। সবচেয়ে বেশি সময় ধরে টেনিসের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার রেকর্ডে স্টেফি গ্রাফের পাশে বসলেন সার্বিয়ান তারকা।

এতোদিন র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ডটি ছিল মেয়েদের। ৩৭৭ সপ্তাহ শীর্ষে ছিলেন জার্মানির সাবেক খেলোয়াড় গ্রাফ। একের পর এক ধারাবাহিক পারফরম্যান্সে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন জোকোভিচ।

সোমবার এই রেকর্ডে পা রাখেন ৩৫ বছর বয়সী টেনিস তারকা।

১৯৭৩ সালে ছেলেদের টেনিসে র‍্যাঙ্কিং চালু হয়। এর দুই বছর পর মেয়েদের টেনিসে প্রবর্তিত হয় র‍্যাঙ্কিং। ১৯৮৭ সালে প্রথম র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠেন গ্রাফ।

৩৩২ সপ্তাহ শীর্ষে থেকে তৃতীয় স্থানে রয়েছেন মার্টিনা লাভ্রাতিলোভা। চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া এই টেনসি তারকা। তিনি ১৯৯০ সালে অবসরে যান। তারপরই রয়েছেন সেরেনা উইলিয়ামস। তিনি ৩১৯ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।

ছেলেদের মধ্যে ৩১০ সপ্তাহ শীর্ষে থেকে সব মিলিয়ে পঞ্চম স্থানে রয়েছেন রজার ফেদেরার। ২০১১ সালে প্রথমবারের মতো ছেলেদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠেন জোকোভিচ।

২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত টানা ১২২ সপ্তাহ চূড়ায় ছিলেন।

জোকোভিচের বর্তমান পয়েন্ট এখন ৭ হাজার ৭০। স্পেনের কার্লোস আলকারাস রয়েছেন দুই নম্বরে। তার চেয়ে জোকোভিচ ৫৯০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/জেএম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড শিরোপা জিতে নাদালকে ছুঁলেন জোকোভিচ

রেকর্ড শিরোপা জিতে নাদালকে ছুঁলেন জোকোভিচ

গ্র্যান্ড স্লাম জিতে কাঁপছিলেন সাবালেঙ্কা

গ্র্যান্ড স্লাম জিতে কাঁপছিলেন সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

ফাইনালে জকোভিচ, জিতলেই নাদালের পাশে বসবেন

ফাইনালে জকোভিচ, জিতলেই নাদালের পাশে বসবেন