এবার মেয়েদের শীর্ষ বাছাইয়েরও বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৩
এবার মেয়েদের শীর্ষ বাছাইয়েরও বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। বিদায়ের উপক্রম হয়েছিলেনে অন্যতম ফেভারিট নোভাক জোভোভিচও। এবা্র মেয়েদের শীর্ষ বাছাই ইগা শিয়াওতেক চতুর্থ রাউন্ডে এসে পথ হারালেন। প্রথম তিন ম্যাচে একটি সেটও হারেননি তিনি। অথচ চতুর্থ ম্যাচে এসে লড়াই্ করতে পারলেন না। তাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন এলেনা রিবাকিনা।

রাশিয়ায় জন্ম নেওয়া কাজাখস্তানের রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেনে ২২তম বাছাই খেলোয়াড়। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার দিনের শুরুর দিকের ম্যাচে মাত্র ১ ঘণ্টা ২৯ মিনিটে শেষ হয়ে যায় ম্যাচ। ৬-৪, ৬-৪ গেমে জিতে নেন উইম্বলডন জয়ী রিবাকিনা।

কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছিলেন রিবাকিনা। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা ছিল কোকো গাউফ।

কিন্তু যুক্তরাষ্ট্রের এই টিনএজারেরও অশ্রুসিক্ত বিদায় হয়েছে। ফরাসি ওপেনে রানার্সআপ হয়েছিলেন ১৮ বছর বযসী গাউফ। তিনি ৭-৫, ৬-৩ গেমে হেরেছেন ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে। কোয়ার্টার ফাইনালে এখন রিবাকিনা ও ওস্তাপেঙ্কো মুখোমুখি হবেন।

এদিকে পুরুষ এককে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সেবিস্তান কোরদা। তিনি হারিয়েছেন পোল্যান্ডের হাবার্ট হারকাসেজ। পাঁচ সেটের ম্যাচটি লড়াই হয়েছে তিন ঘণ্টা ২৮ মিনিট।
স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুতেই অঘটন, নাদালের বিদায়

শুরুতেই অঘটন, নাদালের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনে আরেক অঘটন

অস্ট্রেলিয়ান ওপেনে আরেক অঘটন

কঠিন ‘চ্যালেঞ্জের’ মুখোমুখি নাদাল

কঠিন ‘চ্যালেঞ্জের’ মুখোমুখি নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে নেই নাওমি ওসাকাও

অস্ট্রেলিয়ান ওপেনে নেই নাওমি ওসাকাও