ঠিক কতদিন আগে মাঠের ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছেন ফেদেরার? এই প্রশ্নের উত্তর মেলা ভার। কারণ দীর্ঘ ১৪ ধরে যে মাঠের বাইরে আছেন তিনি। মাঠের বাইরে থাকলেও ছেদ পড়েনি তার আয়ে। বার্ষিক আয়ের হিসেবে টেনিস তারকাদের মধ্যে এখনো সবচেয়ে বেশি আয় তার।
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এই নিয়ে ১৭বার টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছেন রজার ফেদেরার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় বন্ধ হয়েছে তার প্রাইজমানি থেকে পাওয়া আয়। তবুও তিনিই টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করছেন।
২০২১ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর আর মাঠে নামেননি রজার ফেদেরার। মূলত ইনজুরির সাথে পেরে না উঠায় ৪১ বছর বয়সী এই সুইস তারকা এখনো মাঠে নামার সুযোগ পাননি।
ফলে অনেকের ধারণা ইনজুরি আর বয়সের ভার মিলিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা শূন্যের কোটায়। তবুও তার আয়ে পড়েনি কোনো ছেদ।
ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে সর্বশেষ ১২ ম্যাচে এই সুইস তারকার আয় প্রায় ৯ কোটি ইউরো। তার এই আয়ের পুরোটাই এসেছে বিভিন্ন এন্ডোর্সমেন্ট, অনুষ্ঠান ও ব্যবসায়িক বিভিন্ন খাত থেকে।
এই তালিকায় দুই নম্বরে আছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। নারী টেনিস তারকাদের মধ্যে তার আয়ই সবচেয়ে বেশি। সর্বশেষ এক বছরে এই জাপানি তারকা আয় করেছেন ৫ কোটি ৬২ লাখ ইউরো।
এই তালিকায় রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচের অবস্থান বেশ পিছনে। এমনকি সেরেনা উইলিয়ামসও তাদেরকে পিছনে ফেলেছেন। নাদাল ও জোকোভিচ সর্বশেষ বছরে আয় করেছেন যথাক্রমে ৩ কোটি ১৪ লাখ ও ২ কোটি ৭১ লাখ ইউরো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর