ইনজুরিতে ভেস্তে গেল সানিয়ার অবসর পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৪ আগস্ট ২০২২
ইনজুরিতে ভেস্তে গেল সানিয়ার অবসর পরিকল্পনা

বছরের শুরুতেই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা জানিয়েছিলেন ইউএস ওপেন শেষে টেনিস র‍্যাকেট তুলে রাখবেন। ইনজুরির হানায় ফ্ল্যাশিং মিডোর এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। ইনজুরির কারণে ইউএস ওপেন খেলতে না পারায় অবসরের পরিকল্পনা থেকে সরে এসেছেন।

ইউএস ওপেনের প্রস্তুতির জন্য কানাডায় অনুশীলন করার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েন সানিয়া মির্জা। ইনজুরির পর করানোর স্ক্যান রিপোর্টে জানা যায় তার কনুইয়ের টেনডন ছিড়েছে।

টেনডন ছিড়ে যাওয়ায় তাকে অন্তত দুই সপ্তাহের জন্য থাকতে হবে মাঠের বাইরে। সেই ইনজুরি কাটিয়ে ফিরতে ফিরতে মধ্য পথে থাকবে ইউএস ওপেন। ফলে, টুর্নামেন্টে তাকে পাওয়া যাবে না।

ইউএস ওপেন খেলতে না পারায় অবসর পরিকল্পনা থেকে ‘আপাতত’ সরে এসেছেন এই ভারতীয় টেনিস তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভবিষ্যতে নিজেই অবসর নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

sportsmail24

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সানিয়া বলেন, “আমার কাছে ভালো কোনো খবর নাই। দুই সপ্তাহ আগে কানাডায় খেলার সময় আমি কনুইয়ের ইনজুরিতে পড়েছি। দূর্ভাগ্যবশত, টেনডন ছিড়েছে। আমি ইউএস ওপেনে খেলতে পারবো না। আমার অবসরের পরিকল্পনাতেও বদল এনেছি। আশা করি, দ্রুতই জানাতে পারবো।”

টেনিস ক্যারিয়ারে ব্যক্তিগত কোনো সাফল্য না থাকলেও দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে ছয়টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছিলেন। এমনকি, দ্বৈত ইভেন্টে একসময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন সানিয়া মির্জা। বয়স বাড়ার সাথে কমেছে তার টেনিস র‍্যাকেটের ধার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার