টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৯ আগস্ট ২০২২
টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত সেরেনার

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের সেপ্টেম্বর সংখ্যায় অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আগস্টের শেষ দিকে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্রান্ডস্ল্যাম টুর্নামেন্টই হতে পারে সেরেনা উইলিয়ামসের শেষ পেশাদার টেনিস টুর্নামেন্ট। 

অবসরের ইঙ্গিত দিয়ে ২৩ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী সেরেনা উইলিয়াম বলেন, “আমার জন্য এটা (টেনিস থেকে অবসর নেওয়া) সবচেয়ে কঠিন বিষয়। আমি চাই না এটা (টেনিস ক্যারিয়ার) শেষ হোক, তবে একইসঙ্গে আমি সামনে (আমার জন্য) যা অপেক্ষা করছে তার জন্যও তৈরি।”

আগস্টের শেষ সপ্তাহে নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে শুরু হতে যাওয়া ইউএস ওপেনই হতে পারে তার শেষ পেশাদার টুর্নামেন্ট। মূলত পাঁচ বছরের কন্যা অলিম্পিয়া ও পরিবারকে সময় দিতেই টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে চান ৪০ বছর বয়সী এই তারকা।

পেশাদার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর পর আরও এক সন্তান নেওয়ার ইচ্ছার কথাও পোষণ করেছেন সেরেনা। বলেন, “গত বছর থেকে আমি এবং অ্যালেক্সিস আরেকটি সন্তান নেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাথলেট থাকা অবস্থায় ফের গর্ভধারণ করতে পারব না।”

নারীদের ইতিহাসের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস টেনিস দুনিয়ায় পা রাখেন ১৯৯৫ সালে। ক্যারিয়ারে জিতেছেন মোট ৭৩ টি মেজর শিরোপা। এর মধ্যে ২৩ টি ছিল গ্রান্ডস্ল্যাম টুর্নামেন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেনের আগে মন্ট্রিল থেকে সরে দাঁড়ালেন নাদাল

ইউএস ওপেনের আগে মন্ট্রিল থেকে সরে দাঁড়ালেন নাদাল

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার