বছরের শুরুতেই কোভিড ভ্যাকসিন না নেওয়ার বিষয়টি সরাসরিই জানিয়ে দিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এ কারণে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে খেলতে পারেননি এই টেনিস তারকা। একই কারণে ইউএস ওপেনে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। সেই শঙ্কা দূর করতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে চিঠি দিয়েছে দেশটিতে বসবাসকারী সার্বিয়ান নাগরিকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী দেশটিতে ভ্রমণ করতে হলে কোভিড ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র সরকার চাইলে কোভিড ভ্যাকসিন না নেওয়া কাউকে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে পারে।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছে। সেখানে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছে তারা। সেখানে তারা জানিয়েছে, জো বাইডেন চাইলে দেশটির ১০২৯৪ ধারা অনুযায়ী জোকোভিচকে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে পারে।
ওই নিয়মানুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার জাতীয় স্বার্থে যে কাউকে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে পারে। জোকোভিচের বিষয়টিও জাতীয় স্বার্থেই হচ্ছে বলে মনে করেন মার্কিন মুলুকে বসবাসকারী সার্বিয়ান নাগরিকরা।
তারা বলেন, “ইউএস ওপেনের মতো টেনিসের বড় আয়োজন জোকোভিচকে ছাড়া হতে পারে না। বর্তমানে অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ চলছে, এই অবস্থায় জোকোভিচের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলুস কমিয়ে দিবে। অর্থনৈতিকভাবে টুর্নামেন্টটি ক্ষতিগ্রস্থ হতে পারে।”
ইউএস ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এখন পর্যন্ত জিতেছেন ২১ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট। তার চেয়ে একটি শিরোপা বেশি জিতে সবার উপরে আছেন স্প্যানিশ রাফায়েল নাদাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর