বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে খেলতে পারবেন নোভাক জোকোভিচ? এই প্রশ্নের উত্তর এখনো না মিললেও টুর্নামেন্টের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই তারকা। শেষ পর্যন্ত খেলতে পারবেন কি-না তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়ায় চলতি বছরে হওয়া তিন গ্র্যান্ডস্লামের দুইটিতেই ছিলেন না জোকোভিচ। উইম্বলডনে সুযোগ পেয়েই জিতেছেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা।
এরপর থেকেই প্রশ্ন উঠেছে জোকোভিচ খেলতে পারবেন কি-না সেই বিষয়ে। ইউএস ওপেনের নিয়মে টেনিস তারকাদের কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের ভ্রমণ নিয়মানুযায়ী দেশটিতে প্রবেশের সময় ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন করা বাধ্যতামূলক।
সেই কারণেই জোকোভিচ ইউএস ওপেনে খেলতে পারবেন কি-না তা নিয়ে জেগেছে শঙ্কা। জোকোভিচকে ইউএস ওপেনে খেলতে হলে হয়তো যুক্তরাষ্ট্র সরকারকে পরিবর্তন করতে হবে নিয়ম।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র টেনিস ফেডারেশনের কাছে আবেদন পিটিশন দিয়েছে ১২ হাজার টেনিস সমর্থক। সেখানে জোকোভিচকে টুর্নামেন্ট খেলতে দিতে অনুরোধ জানিয়েছে তারা।
জোকোভিচ ছাড়াও ইউএস ওপেনের প্রাথমিক খেলোয়াড় তালিকায় আছেন দেশটির অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া এই টেনিস তারকা সরাসরি ইউএস ওপেনে খেলতে পারবেন কি-না তা নিয়ে রয়েছে শঙ্কা। হয়তো তাকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর