হাঁটুর অপারেশনের পর থেকেই কোর্টের বাইরে সুইস টেনিস তারকা রজার ফেদেরার। দীর্ঘ সময় ধরে খেলার বাইরে থাকায় ২৫ বছর পর টেনিসের র্যাঙ্কিংয়ে জায়গা হারিয়েছেন তিনি।
২০২২ সালের উইম্বলডন শুরুর আগে ফেদেরারের র্যাংঙ্কিং ছিল ৯৭। পূর্ববর্তী ৫২ সপ্তাহের পারফর্মেন্স অনুযায়ী ঠিক করা হয় এটিপির র্যাঙ্কিং।
ফেদেরার উইম্বলডনের আগের আসরের পর থেকেই মাঠের বাইরে। ওই আসরের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার কিছু দিন পরই তার ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। এতে করে নামের পাশে কোনো পয়েন্ট যোগ হয়নি বরং আগের পয়েন্ট হারিয়েছেন। ফলে র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি তার।
১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়েছিল ফেদেরারের। এরপর গত ২৫ বছরে একবারও র্যাঙ্কিংয়ের বাইরে যাননি তিনি। এমনকি একবার দীর্ঘসময় ধরে শীর্ষে থাকার রেকর্ডও গড়েছিলেন। যদিও পরবর্তীতে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ সেটা ভেঙে দিয়েছেন।
টানা চতুর্থবার জোকোভিচের উইম্বলডন জয়
তবে ইনজুরি কাটিয়ে শীঘ্রই টেনিস কোর্টে ফিরতে চলেছেন ফেদেরার। নিজ দেশ সুইজারল্যান্ডের একটি টুর্নামেন্ট দিয়ে চলতি বছরের অক্টোবরে প্রত্যাবর্তন হতে পারে আটবারের উইম্বলডন বিজয়ীর।
এদিকে টানা চারবার উইম্বলডন জেতার পরও র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছেন নোভাক জকোভিচ। উইম্বলডন শুরু হওয়ার আগে তিন নম্বরে থাকা জকোভিচ এখন সাত নম্বরে!
দর্শক খরায় ভুগছে উইম্বলডন!
রাশিয়া ও বেলারুশের খেলোয়াড় নিষিদ্ধ করার পর এবারের উইম্বলডনে কোনো পয়েন্ট থাকবে না এটা আগেই জানা গিয়েছিল। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ না নিতে পারায় দুই হাজার পয়েন্ট হারিয়েছেন জকোভিচ। সব মিলিয়ে চার ধাপ অবনমন হয়েছে তার।
সদ্য শেষ হওয়া উইম্বলডনে অংশ না নিয়েও টেনিসের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রুশ তারকা দানিল মেদভেদেভ। সেমিফাইনালে উঠেও নাম প্রত্যাহার করে নেওয়া স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল উঠে এসেছেন তিন নম্বরে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি