২০২২ উইম্বলডনে একের পর এক ম্যাচ জিতে ইতিহাস গড়ার খুব কাছে গিয়েই প্রথম ধাক্কাটা খান কাজাখাস্তানের নারী টেনিস খেলোয়াড় এলেনা রিবাকিনা। তবে ফাইনালের মঞ্চে প্রথম সেট হেরে ধাক্কা খেয়ে যেভাবে ফিরে আসলেন সেটা এককথায় দুর্দান্ত। এরপর তো ইতিহাসই গড়ে ফেললেন, প্রথম কাজাখাস্থান নারী টেনিস খেলোয়াড় হিসেবে জিতলেন গ্রান্ড স্লাম।
এর আগে তিনিই কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় যিনি কোনো গ্রান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। আর প্রথমবারেই শিরোপাও জিতে গেলেন তিনি।
অথচ বছর চারেক আগে রাশিয়া না ছাড়লে এই টুর্নামেন্টই খেলা হতো রিবাকিনার। কারণ, এবারের উইম্বলডনে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের।
সেমিফাইনাল পর্যন্ত তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি তাকে। তবে স্বপ্নের খুব কাছে গিয়ে ফাইনালের প্রতিপক্ষ জাবেরের বিপক্ষে প্রথম সেট হেরে বড়সড় ধাক্কা খান।
খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে
সাধারণ ফাইনালের মতো মঞ্চে শুরুটা ভালো না হলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। স্নায়ুচাপের সঙ্গের ম্যাচে ফেরা চাপটাও তখন বাধা হিসেবে কাজ করে।
কিন্তু শনিবার ( ৯ জুলাই) এলেনা যেন পন করেই এসেছিলেন, ইতিহাস গড়েই কোর্ট ছারবেন। হলোও তাই! ৩-৬ ব্যবধানে প্রথম সেট হারার পর ৬-২ ও ৬-২ ব্যবধানে বাকি দুই সেট জিতে ইতিহাস গড়ে তবেই মাঠ ছাড়েন তিনি।
তৃতীয় সেটে ৫-২ অবস্থায় থাকার সময় দেখে মনে হচ্চিল কিছুটা চাপে আছেন এলেনা। তবে চাপকে পাত্তা না দিয়ে দারুণ দক্ষতায় ম্যাচ শেষ করেন তিনি।
অথচ ম্যাচ শেষে তাকে দেখে মনেই হচ্ছিল না! মনে হলো সাধারণ কোনো টেনিস ম্যাচ জিতলেন। স্বাভাবিকভাবে হাত মেলালেন প্রতিপক্ষের সঙ্গে! এমনকি মুখায়বে ছিলনা ইতিহাস গড়ার কোনো উচ্ছ্বাস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি