সেমি-ফাইনালে ওঠে উইম্বলডন থেকে নাদালের নাম প্রত্যহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ এএম, ০৮ জুলাই ২০২২
সেমি-ফাইনালে ওঠে উইম্বলডন থেকে নাদালের নাম প্রত্যহার

টেলর ফ্রেটিজের বিপক্ষে দারুণ এক জয়ের পর থেকেই গুঞ্জন ছিল হয়তো উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিবেন রাফায়েল নাদাল। স্ক্যান রিপোর্টে ভালো কিছু না আসায় শেষ পর্যন্ত আর উইম্বলডন সেমিফাইনালে খেলা হচ্ছে না। এক রকম বাধ্য হয়েই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তিনি।

বুধবার (৬ জুলাই) টেলর ফ্রেটিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলাকালীন দ্বিতীয় সেট থেকেই অস্বস্থি বোধ করতে থাকেন নাদাল। এমনকি নিয়েছিলেন মেডিক্যাল টাইম আউটও। তবুও ম্যাচে মাঝে নিজেকে প্রত্যাহার করে নেননি।

শেষ পর্যন্ত পাঁচ সেটের লড়াইয়ে ৩-২ সেটে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেন এই স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে জানিয়েছিলেন, স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করছে তার সেমি-ফাইনাল খেলার ভাগ্য। শেষ পর্যন্ত আর সেমি-ফাইনাল খেলার ঝুঁকি নিলেন না তিনি। প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে।

এর আগে কোয়ার্টার ফাইনাল জেতায় সেমি-ফাইনালে তার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার নিক কাইরজিওস। সেমি-ফাইনাল থেকে নাদাল নাম প্রত্যাহার করায় ওয়াক ওভার পেয়ে ফাইনালে উঠে গেলেন নিক কাইরজিওস।

ফ্রেঞ্চ ওপেনে ব্যথানাশক ঔষধ নিয়ে খেলেছিলেন রাফায়েল নাদাল। লাল মাটির টুর্নামেন্ট শেষে শঙ্কা জেগেছিল উইম্বলডন খেলা নিয়ে। রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসায় ব্যথা উপশম করে মাঠে নেমেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে আবারও ব্যথা জেগে উঠায় আর ঝুঁকি নিতে নারাজ নাদাল। বাধ্য হয়েই সরে দাঁড়ালেন টুর্নামেন্ট থেকে।

পুরোনো এই ইনজুরির কারণে ঠিক কতদিন তাকে বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তাই বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে নাদাল খেলবেন কি-না তা নিয়েও থাকছে ধোয়াশা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

উইম্বলডনের প্রাইজমানি দিয়ে বাড়ি বানাবেন ইউক্রেনের কালিনিনা

উইম্বলডনের প্রাইজমানি দিয়ে বাড়ি বানাবেন ইউক্রেনের কালিনিনা