চোট শঙ্কা থাকার পরও উইম্বলডনে খেলছেন রাফায়েল নাদাল। এমনকি একই শঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রেটিজকে হারিয়ে নিশ্চিত করেছেন সেমি-ফাইনালও। সেই রুপকথার কাব্য লেখার পরও সেমি-ফাইনালে অনিশ্চিত নাদাল। মূলত ইনজুরির কারণে খেলবেন কি-না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি।
বুধবার (৬ জুলাই) টেলর ফ্রেটিজের বিপক্ষে খেলার সময় নাদালের তলপেট ও পায়ের ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছিল। দ্বিতীয় সেটের খেলার শেষে চিকিৎসকের শরণাপন্ন হতেও বাধ্য হয়েছিলেন।
সেই চোট নিয়েই টেলর ফ্রেটিজের বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ টাইব্রেকারে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন। অষ্টমবারের মতো সেমি-ফাইনাল নিশ্চিত করা নাদাল আদৌ ওই ম্যাচে খেলতে নামবেন কি-না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বৃহস্পতিবার (৭ জুলাই) স্ক্যান করাবেন নাদাল। সেই রিপোর্টের উপরই নির্ভর করবে তার সেমি-ফাইনাল খেলার বিষয়টি।
উইম্বলডনের আগে চলতি বছরের ফ্রেঞ্চ ওপেনে ব্যথানাশক ঔষধ খেয়ে সেমি-ফাইনালে খেলতে নেমেছিলেন নাদাল। ব্যথাকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন। তবে এবার সেই পথে নাও হাঁটতে পারেন তিনি। শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে তার স্ক্যান রিপোর্ট আসা পর্যন্ত।
এই বিষয়ে নাদাল বলেন,“আমি জানি না। সত্যি বলতে, এখন কোনো পরিষ্কার উত্তর আমি দিতে পারব না। কারণ, আজকে নিশ্চিত করে কিছু বললাম, কাল দেখা গেল অন্য কিছু হয়ে গেল, তখন আমার কথা মিথ্যা হয়ে যাবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর