উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বেজেছে মারের বিদায় ঘণ্টা। সবচেয়ে খারাপ ফল নিয়েই উইম্বলডন মিশন শেষ করেছেন মারে। এর আগে ২০০৫ ও ২০২১ উইম্বলডনে তৃতীয় রাউন্ডে বাদ পড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ ফলটাই করলেন মারে।
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জন ইসনারের মুখোমুখি হয়েছিলেন মারে। মার্কিন এই টেনিস তারকার দারুণ সব সার্ভে বারবারই পরাস্ত হওয়া মারে শেষ পর্যন্ত ম্যাচ হেরেছেন ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে।
৩৫ বছর বয়সী এই তারকা অবশ্য ম্যাচ হেরে এখনই অবসরের চিন্তা ভাবনা করছেন না। বরং আগের বছরের থেকে ভালো খেলছেন বলে জানান তিনি।
ম্যাচ হেরে মারে বলেন, “অবশ্যই আমার খেলার উন্নতি হয়েছে। শারীরিকভাবে ভালো আছি। তবে এখানে আরও ভালো খেলার সুযোগ ছিল। শারীরিকভাবে ভালো অবস্থানে থাকলে খেলা চালিয়ে যাব। কিন্তু শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে শরীরকে তৈরি রাখা মোটেও সহজ কাজ নয়।”
মারের বিপক্ষে প্রথম জয় পেয়েছেন ইসনার। এর আগে নয়বারের দেখাই কোনোবারই মারেকে পরাস্ত করতে পারেননি তিনি। তাই তো বেশ উচ্ছ্বসিত এই মার্কিন তারকাও।
তিনি বলেন, “এটা সবাই জানে যে অ্যান্ডি মারের তুলনায় ভালো টেনিস খেলোয়াড় নই আমি। আজ (কাল) হয়তো তার চেয়ে ভালো খেলেছি। এই কোর্টে তার সঙ্গে খেলতে পারাটা দারুণ সম্মানের ব্যাপার।”
এদিকে মারের বিদায়ের দিনে আরেক বৃটিশ তারকা এমা রাডুকানুও ছিটকে পড়েছেন উইম্বলডন থেকে। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে ৬-৩, ৬-৩ গেমে হেরে বিদায় নেন এই বৃটিশ তারকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর