শুরুর আগেই শেষ বেররেত্তিনির উইম্বলডন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৮ জুন ২০২২
শুরুর আগেই শেষ বেররেত্তিনির উইম্বলডন

উইম্বলডন মিশন শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছেন মাত্তেও বেররেত্তিনি। সর্বশেষ আসরের ফাইনালিস্ট এই ইতালিয়ান তারকা প্রথম রাউন্ডে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ জুন) প্রথম রাউন্ডের ম্যাচে চিলির ক্রিস্টিয়ান গারিনের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এতেই নিশ্চিত হওয়া গেছে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

মাত্তেও বেররেত্তিনি ছিটকে যাওয়ায় ক্রিস্টিয়ান গারিন প্রথম রাউন্ডে ওয়াক আউট পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। উইম্বলডনে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসা বেররেত্তিনি ২০২১ সালে নোভাক জোকোভিচের কাছে হেরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম হাতছাড়া করেন।

করোনা আক্রান্ত হয়ে উইম্বলডন থেকে সরে যাওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন ক্রোয়েশিয়ার বেররেত্তিনি। এর আগে সোমবার (২৭ জুন) একই কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান মারিন সিলিচ।

উইম্বলডনের আসার আগে দারুণ ছন্দে ছিলেন বেররেত্তিনি। এরপরেও এই টুর্নামেন্ট খেলতে না পারায় কিছুটা হতাশ এই ইতালিয়ান।

তিনি বলেন, “আমি যে চরম হতাশা অনুভব করছি, তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। এই বছরের জন্য স্বপ্নটা শেষ, তবে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডনের প্রাইজমানি দিয়ে বাড়ি বানাবেন ইউক্রেনের কালিনিনা

উইম্বলডনের প্রাইজমানি দিয়ে বাড়ি বানাবেন ইউক্রেনের কালিনিনা

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে