উইম্বলডন মানে ঐতিহ্যের লড়াই, শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে আসেন টেনিস তারকারা। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন নয়, বরং নিজের বাড়ি তৈরির স্বপ্ন নিয়ে এসেছেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় আনহেলিনা কালিনিনা।
রাশিয়ান আগ্রাসনের কারণে ইউক্রেনে নিজের পৈতৃক ঘর হারিয়েছেন কালিনিনা। এই কারণে তার অ্যাপার্টমেন্টে থাকছেন তার বাবা-মা। এবার উইম্বলডনে পাওয়া প্রাইজমানি দিয়ে বাবা-মাকে বাড়ি তৈরি করে দিতে চান কালিনিনা।
ইউক্রেনজুড়ে আগ্রাসনের চালানোয় উইম্বলডনে নেই রাশিয়ার কোনো টেনিস খেলোয়াড়। রাশিয়াকে এই বিষয়ে সমর্থন দেওয়ায় নিষিদ্ধ হয়েছেন বেলারুশের খেলোয়াড়। সেই সুযোগে বাছাইপর্ব ছাড়াই উইম্বলডনে খেলার সুযোগ পেয়েছেন কালিনিনা। এই সুযোগে উইম্বলডন থেকে পাওয়া প্রাইজমানি দিয়ে বাবা-মায়ের জন্য ঘর তৈরি করতে চান কালিনিনা।
এই বিষয়ে তিনি বলেন, “এখানে মনোযোগ ধরে রাখা কঠিন। এটা বিষয় না, আমি জিতবো না হারবো। এর চেয়ে বড় হলো আমি পরিবার ও অন্যান্যকে সাহায্য করতে পারছি। এখানে খেলতে পারাটা গর্ব করার মতো। এখানে খেলতে পেরে আমি গর্বিত।”
নিজের সামর্থ্যের মধ্যে সবটুকু দিয়ে সাহায্য করতে মরিয়া হয়ে আছেন বলে জানান কালিনিনা। বলেন, “আমি কোনো তারকা না। আমি যতটুকু পারবো সাহায্য করবো। এটা তাদের জন্য অনেক এবং আমাকে খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে।”
ঘর বাড়ি ধ্বংস হওয়ায় বাবা-মাকে নিজের সাথে রেখেছেন কালিনিনা। তবে তাদেরকে দ্রুতই বাড়ি করে দেওয়ার ব্যাপারে আশাবাদী এই তারকা।
বলেন, “বাড়ি ধ্বংস হওয়ায় তারা সেখানে থাকতে পারছে না। আমি তাদেরকে আমার স্বামীর সাথে রেখেছি। তারা আমার এখানে নিরাপদে আছে। আমি গর্বিত তারা আমার কাছে নিরাপদে আছে ও আমি এখনো টেনিস খেলতে পারছি।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর