কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ জুন ২০২২
কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদের অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করেছে কাতার। এবার একই পথে হেঁটেছে উইম্বলডন কর্তৃপক্ষও। তবে পুরো ইংল্যান্ডজুড়ে নয়, এই নিয়ম শুধুমাত্র বাস্তবায়িত হবে উইম্বলডন এলাকা জুড়ে।

উইম্বলডনে ম্যাচ শেষে খেলা দেখতে আসা সমর্থকরা উইম্বলডন পার্ক গলফ ক্লাবে পার্টি ও অবাধ মেলামেশা শুরু করে। যা কি-না যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। শুরু হওয়া এই পার্টি ক্ষেত্র বিশেষে এই পার্টি রাত পেরিয়ে সকাল পর্যন্ত চলে।

তবে এইবার আর এই টুর্নামেন্ট চলাকালীন এই পার্টি করতে দিচ্ছে না উইম্বলডন কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের বিরোধীতার মুখে এই নিষেধাজ্ঞা দিয়েছে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড ক্লাব।

এবার এই রকম কিছু যাতে না ঘটে এই কারণে আগে থেকেই পুলিশকে জানিয়ে দিয়েছে স্থানীয় লোকজন। উইম্বলডন চলাকালীন দুই সপ্তাহ আশেপাশের এলাকায় টহল দিবে পুলিশ। এমন কিছু চোখে পড়লেই তাদেরকে পড়তে হবে শাস্তির মুখে। 

এই উপলক্ষে ইতিমধ্যেই উইম্বলডন গলফ ক্লাবের প্রবেশ পথে নোটিশও ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। সেখানে লেখা আছে, “উইম্বলডনের দর্শনার্থীরা আমাদের পার্ক ও আশেপাশের এলাকায় অনুমতি ছাড়া ঢুকবেন না।  যৌন সম্পর্ক, মাদক পার্টির মতো অসামাজিক কাজ সহ্য করা হবে না। পুলিশের নজর থাকবে। দয়া করে টেনিসটাই উপভোগ করুন।”

অতীতেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেটা দর্শনার্থীদের চাপে ধোপে টেকেনি। তবে এবার পুলিশকে বিষয়টা জানানোর কারণে ফল মিলতে পারে বলে আশাবাদী স্থানীয়রা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডনে ফেদেরারের অভাব টের পাচ্ছেন নাদাল

উইম্বলডনে ফেদেরারের অভাব টের পাচ্ছেন নাদাল

উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

জকোভিচের পর কম বয়সী হিসেবে আলকারাজের বাজিমাত

জকোভিচের পর কম বয়সী হিসেবে আলকারাজের বাজিমাত

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে