ইনজুরিতে নাওমি ওসাকা, খেলবেন না উইম্বলডন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৯ জুন ২০২২
ইনজুরিতে নাওমি ওসাকা, খেলবেন না উইম্বলডন

মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে ইনজুরিতে পড়েছিলেন জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা। সেই ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্রেঞ্চ ওপেন। এবার একই কারণে উইম্বলডনে খেলতে পারবেন না এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাউন্টে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৯ জুন) নিজের একাউন্টে দেওয়া বিবৃতিতে নাওমি ওসাকা জানান, ইনজুরির কারণে উইম্বলডনে খেলতে পারবেন না তিনি। এই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নেওয়ায় এটিপি ফাইনালস ও ডাব্লিউটিএ টুর্নামেন্টেও মিস করবেন এই জাপানি স্টার।

মাদ্রিদ ওপেনে পায়ের ইনজুরিতে পড়া এই তারকা জানিয়েছেন, “তীব্র ব্যাথা ভুগছি। এই অবস্থায় আমার পক্ষে উইম্বলডনে খেলা সম্ভব হচ্ছে না।”

উইম্বলডনের এবারের আসরে খেলবেন না রাশিয়া ও বেলারুশের কোনো তারকা। এই কারণে এবারের টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নেওয়ার জন্য নির্ধারিত র‍্যাঙ্কিং বেধে দেয়নি উইম্বলডন কর্তৃপক্ষ। এই দুই দেশের খেলোয়াড় না থাকায় উইম্বলডনে এবার বড় অনেক তারকাকেই দেখা যাবে না।

উইম্বলডনে ওসাকার ভাগ্য কখনই ভালো ছিল না। উইম্বলডনে ওসাকার সর্বোচ্চ সাফল্য ৩য় রাউন্ডে। সর্বশেষ ২০১৯ সালে এই আসরে খেলেছিলেন তিনি। টানা তৃতীয় বারের মতো উইম্বলডন মিস করবেন।

নাওমি ওসাকা ছাড়াও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কানাডিয়ান তারকা ইউজিন বোউচার্ড। ইনজুরির কারণে তিনিও এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

ইনজুরির উপর নির্ভর করছে নাদালের উইম্বলডন খেলা

ইনজুরির উপর নির্ভর করছে নাদালের উইম্বলডন খেলা

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে

খেলোয়াড়দের নামের আগে পদবী ব্যবহার বন্ধ হচ্ছে