উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৫ জুন ২০২২
উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

২০২১ সালের উইম্বলডনেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এরপর থেকেই মাঠের বাইরে আছেন এই তারকা। এবার জানান দিলেন, উইম্বলডন দিয়েই এক বছর পর আবারও টেনিস কোর্টে ফিরছেন তিনি।

সর্বশেষ ২০২১ সালে উইম্বলডনের প্রথম রাউন্ডে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন। ইনজুরির পর কবে মাঠে ফিরবেন সেই বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি তিনি। এবার জানিয়ে দিলেন উইম্বলডন দিয়েই ফিরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাউন্ট থেকেও দেওয়া পোস্টে সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, উইম্বলডনের প্রস্তুতির জন্য টুর্নামেন্ট শুরুর আগে এটিপির দুইটি টুর্নামেন্টে খেলবেন তিনি।

তার অংশগ্রহণের বিষয়টি উইম্বলডনও নিশ্চিত করেছে। তবে সেখানে ব্যক্তিগত ইভেন্ট নয় ওয়াইল্ড কার্ড নিয়ে দলগত ইভেন্টের লড়াইয়ে নামবেন সেরেনা।

দীর্ঘ এক বছর ধরে টেনিস কোর্টে না থাকায় স্বাভাবিকভাবেই র‍্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছেন সেরেনা উইলিয়ামস। বর্তমানে এটিপি র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা এই তারকা উইম্বলডনে খেলতে পারবেন ওয়াইল্ড কার্ড নিয়ে।

রাশিয়া ও বেলারুশের টেনিস তারকাদের উইম্বলডনে খেলতে না দেওয়ায় এবার নির্ধারিত র‍্যাঙ্কিং পয়েন্ট সীমা বেধে দেয়নি আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। সেই সুবিধাতেই এইবার টেনিস কোর্টে ফিরছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

বাড়লো উইম্বলডনের প্রাইজমানি

ইনজুরির উপর নির্ভর করছে নাদালের উইম্বলডন খেলা

ইনজুরির উপর নির্ভর করছে নাদালের উইম্বলডন খেলা

জকোভিচের পর কম বয়সী হিসেবে আলকারাজের বাজিমাত

জকোভিচের পর কম বয়সী হিসেবে আলকারাজের বাজিমাত

দীর্ঘ খরা কাটিয়ে জোকোভিচের হাতে শিরোপা

দীর্ঘ খরা কাটিয়ে জোকোভিচের হাতে শিরোপা