ফ্রেঞ্চ ওপেনের ২০২২ সালের আসর জুড়ে চমক দেখিয়েছেন নরওয়ের তারকা ক্যাসপার রুড। দুর্দান্ত খেলে পৌছে যান ফাইনালে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ‘রোঁলা গাঁরোর রাজা’ খ্যাত স্পেনের রাফায়েল নাদালকে। তবে ফাইনালে কিছুই করে দেখাতে পারলেন না রুড। নরওয়েজীয় তারকাকে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল।
ফাইনালে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি নাদাল। সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে স্রেফ উড়িয়ে দিয়ে বাগিয়ে নিয়েছেন লাল মাটির কোর্টে ১৪তম শিরোপা। রোববার (৫ জুন) রোলা গারোতে ম্যাচের শুরু থেকেই নিজের চেনা রূপ দেখাতে থাকেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় গেমেই সার্ভিস ব্রেকে এগিয়ে যান।
এই ধারাটা ধরে রাখেন পরের প্রতিটা সেটে। তাতে অনায়াসে প্রথম সেট নিজের করে নেন স্প্যানিয়ার্ড। দ্বিতীয় সেটে ক্ষণিকের জন্য চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছিলেন রুড। তবে ধোপে টিকলো না। তাতে আরও ক্ষেপে ওঠেন নাদাল। ফলাফল, ২৩ বছর বয়সী নরওয়েজীয় তরুণকে আর সুযোগই দিলেন না।
এ নিয়ে লাল মাটির কোর্টে ১৪ নম্বর শিরোপা জিতলেন নাদাল। ২০০৫ সালে রোলাঁ গাঁরোয় অভিষেকের পর ১৭ বছরে এখানে মাত্র তিনটি ম্যাচ হেরেছেন তিনি। বিপরীতে রেকর্ড নুইয়ে পড়েছে তার কাছে। ফ্রেঞ্চ ওপেনে আরেকটি শিরোপা জেতার মধ্য দিয়ে ক্যারিয়ারে নাদালের শিরোপা হলো ২২টি।
টেনিসে পুরুষ এককে আর কারোই তারচেয়ে বেশি শিরোপা নেই। তার পিছনেই আছেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। দু’জনেরই শিরোপা সংখ্যা ২০টি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেদেরারকে পিছনে ফেলেন নাদাল। এবার ব্যবধানটা আরও বাড়লো।
ম্যাচ শেষে রুডের জন্য শুভকামনা জানালেন নাদাল। ধন্যবাদ দিলেন নিজের দল ও পরিবারকেও। স্প্যানিয়ার্ড বলেন, ‘ক্যাসপার, এখানে রোলাঁ গাঁরোয় তোমার সঙ্গে ফাইনাল খেলতে পেরে সত্যিই আমি আনন্দিত। তুমি দুর্দান্ত। দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন জানাতে চাই।’
‘বিশেষ করে এই দুই সপ্তাহ, আমি মনে করি এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি তোমার পরিবার ও তোমার দলের জন্য খুব খুশি। সকলের ভবিষ্যতের শুভকামনা রইলো। আমার দল ও আমার পরিবার, সবাইকে ধন্যবাদ দিতে হবে। এই বছর যা ঘটছে, তা অসাধারণ।’ - নাদাল যোগ করেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি