প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কোকো গাউফ। তবে তেমন অবিশ্বাস্য কিছুই করে দেখাতে পারলেন না ১৮ বছর বয়সী এই তরুণী। তাকে অনায়াসে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেছেন নারীদের র্যাংকিংয়ের নাম্বার ওয়ান পোল্যান্ডের ইগা শিয়াওটেক।
শনিবার (৪ জুন) রোলাঁ গাঁরোয় লাল মাটির কোর্টে মুখোমুখি হয়েছিলেন দুজন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন শিয়াওটেক।। মাত্র দুই সেটেই খেলা শেষ করে দেন তিনি। হারের ব্যবধানও বলে দেয় কত সহজে জিতেছেন পোলিশ তারকা। ৬-১, ৬-৩ গেমে গাউফকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি।
এবারের ফরাসি ওপেনে সবচেয়ে বড় চমকের নাম ছিল গাউফ। দেখতে অনেকটা সেরেনা উইলিয়ামসের মতো এই তরুণীর যাত্রাটা যেন ছিল অসাধারণের চেয়েও বেশি কিছু। এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌছাতে না পারা গাউফ এবার কোনো সেট না হেরেই পা রাখেন ফাইনালের মঞ্চে।
কথায় আছে,বড় মঞ্চে প্রথমবার স্নায়ু চাপ ধরে রাখা কঠিন হয়ে যায়। গাউফের বেলায়ও তাই হলো। শুরুটা মোটেই গোছালো করতে পারেনি তিনি। ফলাফল, তাকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি শিয়াওটেক। তবে শিয়াওটেককে খাটো করে দেখার অবকাশ নেই। দুর্দান্ত খেলেছেন পোলিশ তারকা।
শিয়াওটেকের এমন পারফর্ম্যান্স নতুন নয়। আগে থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এ নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন পোলিশ তারকা। তার আগে এই কীর্তি ছিল কেবল ভেনাস উইলিয়ামের দখলে। চলতি বছরের মার্চে অ্যাশলি বার্টি অবসরের ঘোষণা দিলে র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন শিয়াওটেক।
এটা শিয়াওটেকের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। মজার ব্যাপার হলো, প্রথমটিও এই ফরাসি ওপেনেই। ২০২০ সালে যুক্তরাষ্ট্রেরই সোফিয়া কেনিনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো রোলা গারোতে শিরোপা জিতে বেশ উচ্ছ্বসিত শিয়াওটেক। তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দুই বছর আগে এই শিরোপা জিততে পারা ছিল অসাধারণ কিছু। আর এবার, আমার মনে হয় এখানে পৌঁছাতে বেশি পরিশ্রম করেছি। পথটা খুব কঠিন ছিল, চাপ ছিল অনেক।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি