৩ জুন ২০২২; দিনটি স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদালের ৩৬তম জন্মদিন। জন্মদিনেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলতে নামবেন তিনি। নিজের পৃথিবীতে আসার দিনটিকে স্মরণীয় করে রাখতে সেমিতে জয় তুলে ক্যারিয়ারে ১৪তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করতে চান নাদাল। তার মতে, এ রেকর্ড ব্রেকিং অর্জনই ক্যারিয়ারের শেষ হতে পারে।
টেনিস কোর্টে এখন পর্যন্ত রেকর্ড ১৩বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। সেমি-ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভরেভের মুখোমুখি হবেন তিনি। আজ শুক্রবার (৩ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে নাদাল-জেভরেভের ম্যাচটি।
দীর্ঘ দিনের পায়ের ইনজুরি কাটিয়ে এবারের আসরে খেলতে নেমেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে পুরানো প্রতিদ্বন্দ্বি সার্বিয়ার নোভাক জোকোভিচের বিপক্ষে চার সেটে জয়ের পর নাদাল বলেন, ‘গত সাড়ে তিন মাস, আমার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু আমাকে চালিয়ে যেতে হয়েছে।’
সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও জকোভিচের চেয়ে শিরোপা জয়ে দুইধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নাদালের। ইতোমধ্যেই ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার উপরে আছেন তিনি। ২০টি করে ট্রফি আছে ফেদেরার ও জকোভিচের। পা’য়ের ইনজুরি নিয়ে
নাদাল বলেন, ‘আরও উন্নতি ও ছোট ছোট সমস্যার সমাধান করতে না পারলে এটি আমার জন্য কঠিন হয়ে যাবে। ভবিষ্যতের চিন্তা খুব বেশি না করে আমি প্রতিটা দিন উপভোগ করছি, এখানে আমার থাকার সুযোগ আছে। একটি সমাধানের জন্য আমি লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু এই মুর্হূতে, তা হচ্ছে না।’
বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচের বিপক্ষে ১৭ বছরের ক্যারিয়ারে রোলা গাঁরো’তে ১১০তম জয়ের স্বাদ নিয়েছিলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে নিজের ক্যারিয়ারে ১৫তমবারের সেমি-ফাইনালে জায়গা পেতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে নাদালকে।
চতুর্থ রাউন্ডে ফেলিক্স অগার-আলিয়াসির বিপক্ষে টাইব্রেকারে জিততে চার ঘণ্টা ২১ মিনিট সময় লেগেছে নাদালের। এ টুর্নামেন্টে তৃতীয়বারের মতো পাঁচ সেট লড়াই করতে হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস