১৮৮৪ সালে উউম্বলডন শুরুর থেকেই নারী খেলোয়াড়দের নামের আগে ‘মিস বা মিসেস’ ব্যবহার হয়ে আসছে। তবে খেলোয়াড়দের নামের আগে ‘মিসেস ও মিস্টার’ পদবী ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন। খেলার আধুনিকায়নে এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইংল্যান্ডে গ্রান্ড স্লাম জয়ী টেনিস খেলোয়াড়দের জন্য ঐতিহ্যবাহী অনার্স বোর্ড রয়েছে। প্রতি আসরের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নাম বোর্ডে খোদাই করে রাখা হয়। ১৮৮৪ সালে উউম্বলডন শুরুর থেকেই নারী খেলোয়াড়দের নামের আগে ‘মিস বা মিসেস’ ব্যবহার শুরু হয়। তবে এখন থেকে এটা আর ব্যবহার করা যাবে না।
ইংল্যান্ডের টেনিস ক্লাবগুলো সাধারণত শুধুমাত্র নারী টেনিস খেলোয়াড়দের নামের আগে ‘মিস’ ব্যবহার করতো। উদাহরণ স্বরুপ, উইম্বলডনের আগের আসরে নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যাশ বার্টি। তখন তার নামের মিস ব্যবহার করা হয়েছিল।
অন্যদিকে, পুরুষ বিভাগে নোভাক জকোভিচ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে তার নামের আগে ‘মিস্টার’ ব্যবহার করা হয়নি। এ ভিন্নতারই পরিবর্তন আনতে চাইছে উইম্বলডন কর্তৃপক্ষ।
এছাড়া বিবাহিত নারী খেলোয়াড়দের ক্ষেত্রে তাদের স্বামীর পদবীও ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছে উইম্বলডন।
চলতি বছরের ২৭ জুন অনুষ্ঠিত হবে এবারের উইম্বল্ডনের আসর। এর আগে ২০১৯ সালে একবার আয়োজক কর্তৃপক্ষ নারীদের ম্যাচে স্কোর ঘোষণার সময়ে ‘মিস’ বলা বন্ধ করেছিল। কিন্তু নারীদের ইভেন্ট ও পুরুষদের ইভেন্ট বলা চালু ছিল।
রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের মতো বিখ্যাত টেনিস খেলোয়াড়রা শুধুমাত্র নারীদের নামের আগে পদবী ব্যবহার করার সমালোচনা করেছিলেন। অবশেষে উইম্বলডন বিতর্কিত নিয়মের পরিবর্তন আনতে চলেছে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস