চলতি মে মাসের ২২ তারিখ (রোববার) থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন টেনিস। আসরের ড্র অনুসারে কোয়ার্টার ফাইনালেই দেখা হবে টেনিসের দুই মহারথী স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচের। ফলে শেষ আটে পঞ্চম বাছাই নাদাল ও শীর্ষ বাছাই জকোভিচের মধ্যে যেকোনো একজনকে বিদায় নিতে হবে।
আসরে শেষ আট পেরিয়ে গেলে সেমি-ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে নাদাল ও জকোভিচকে। ড্র’তে দেখা যাচ্ছে, সেখানে থাকবেন ১৯ বছর বয়সী স্পেনের কার্লোস আলকারাজ।
মাদ্রিদ ওপেনে নাদাল-জকোভিচকে হারিয়ে চমক দেখিয়েছিলেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে আবারও এ দুই সেরার একজনকে প্রতিপক্ষ হিসেবে পাবেন ষষ্ঠ বাছাই আলকারাজ।
ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। তবে করোনা টিকা না দেওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ।
এছাড়া ২০২০ সালে শিরোপা জিতেছিলেন নাদাল। ফরাসি ওপেনে সবচেয়ে ১৩বার শিরোপা জিতেছেন নাদাল। তবে এবার ফ্রেঞ্চ ওপেনে শেষ আট থেকে যেকোনো একজনকে বিদায় নিতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস