ফ্রেঞ্চ ওপেনের আগে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারেজ। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পথে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচকে হারিয়েছেন তিনি। এতেই পুরো বিশ্বের নজর কেড়েছেন তিনি। মাদ্রিদ ওপেন জয়ের পর ইতালিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আলকারেজ।
মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের পর ডান পায়ের গোড়ালির চোটে পড়েন আলকারেজ। এই চোটের কারণে মূলত ইতালিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তরুণ। বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ।
কার্লোস আলকারেজ প্রথম আলোচনায় আসেন মাদ্রিদ ওপেনে রাফায়েল নাদালকে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে এই স্প্যানিয়ার্ডকে হারান আলকারেজ। আর সেমি-ফাইনালে হারান নোভাক জোকোভিচকে। এই দু’জনকে হারানোর পরই টেনিস বিশ্বে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
রোববার (৮ মে) মাদ্রিদের ওপেনের ফাইনালে আলেক্সজান্ডার জেভরেভের বিপক্ষে সরাসরি সেটে ম্যাচ জিতে শিরোপা নিজের করে নেন কার্লোস আলকারেজ। অবশ্য এই ম্যাচের আগে কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোটে পড়েছিলেন তিনি। চোট নিয়েই সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলেছিলেন তিনি।
মূলত ফ্রেঞ্চ ওপেনে মাঠে নামার লক্ষ্যেই কোনো ঝুঁকি নিতে চান না আলকারেজ। এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন এই তরুণ স্প্যানিয়ার্ড।
ইতালিয়ান ওপেনে আলকারেজের না খেলার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন এমিল রুসুভুওরি। আলকারেজের সাথে প্রথম রাউন্ডে তার মুখোমুখি হওয়ার কথা ছিল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর