কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল ও সেমিফাইনালে নোভাক জোকোভিচের মতো তারকাদের হারানোর পর ফাইনালের মঞ্চে কার্লোস আলকারাজের পক্ষেই বাজি ধরার লোক ছিল বেশি। হলোও তাই। মাদ্রিদ ওপেনের ফাইনালে আলেক্সজান্ডার জাভেরেভকে হারিয়ে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন আলকারাজ।
বাংলাদেশ সময় রোববার (৮ মে) মাদ্রিদের রাজধানী স্পেনের পার্ক মানজানারেসে মুখোমুখি লড়াইয়ে জার্মান তারকা জাভেরেভকে দাঁড়াতেই দেননি ১৯ বছর বয়সী আলকারাজ। এক ঘন্টা চার মিনিটের লড়াইয়ে ৬-৩ ৬-১ ব্যবধানের দুই সেটেই সরাসরি উড়িয়ে দিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।
মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় এটিপি মাস্টার্স শিরোপা জয়ের স্বাদ পেলেন স্প্যানিশ তারকা। চলতি বছরের এপ্রিলে মিয়ামি ওপেনে নরওয়ের কাসপার রুডকে হারিয়ে প্রথম এটিপি মাস্টার্স শিরোপা জিতেছিলেন আলকারাজ। সব মিলিয়ে চলতি বছর এটা আলকারাজের চতুর্থ শিরোপা।
চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম গ্র্যান্ডস্ল্যাম লড়াই ফ্রেঞ্চ ওপেন। যেখানে আলকারাজের স্বদেশী রাফায়েল নাদালের একগুচ্ছ অধিপত্য। ফ্রেঞ্চ ওপেনে ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নামবেন স্প্যানিশ তরুণ। তার আগে লাল মাটির কোর্টে জিতে বেশ আত্মবিশ্বাসী তিনি।
আলকারাজ বলেন, ‘এই টুর্নামেন্টটি আমার জন্য বিশেষ। কারণ এমন একটি টুর্নামেন্ট যা আমি সাত বা আট বছর বয়সে দেখেছিলাম।’ তবে এখনই নিজেকে সেরাদের কাতারে ফেলতে রাজি নন এই তরুণ, ‘আমি মাদ্রিদে জোকোভিচ ও রাফাকে হারিয়েছি। তবে আমি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করি না।’
আলকারাজের লক্ষ্য এখন সামনে আগানো। সেরাদের সেরা হতে চান জানিয়ে ১৯ বছর বয়সী কিশোর বলেন, ‘আমি এটাও মনে করি যে আগামীকাল আমি র্যাংকিংয়ে ষষ্ঠ হতে যাচ্ছি। আমার সামনে এখনও পাঁচজন খেলোয়াড় আছেন। আমাকে সেরা একজন হতে হবে।’
মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে গোঁড়ালির চোট পেয়েছিলেন আলকারাজ। তাই আপাতত সামনের রোম মাস্টার্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিবেন তিনি। তার নজর এখন ২২ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের দিকে। সেখানেই নিজেকে আবার জানান দিতে চান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি