মাদ্রিদ ওপেনে চমকের পর চমক দেখিয়ে চলছেন স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ। সেমিফাইনলে তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে তিনি ছিটকে দিয়েছেন সার্বিয়ান নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে। এর আগে কোয়ার্টার ফাইনালে আলকারাজ হারিয়েছেন স্বদেশী রাফায়েল নাদালকে।
কোয়ার্টার ফাইনালে নাদালের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নেয়া আলকারাজ সেমিফাইনালে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভাব হলেন। জোকোভিচের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ সহজেই জয় করে ৬-৭ (৫-৭) ৭-৫ ৭-৬ (৭-৫) সেটে জিতেছেন ১৯ বছর বয়সী এই তরুণ।
ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ অ্যালেক্সান্ডার জাভেরেভ। অন্য সেমিফাইনালে জাভেরেভ ৬-৪ ৩-৬ ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন জার্মান তারকা স্টেফানোস সিটসিপাসকে। মাদ্রিদ ওপেনে এই প্রথম কোনো তারকা খেলোয়াড় ছাড়াই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
জোকোভিচকের হারানোর মধ্যে দিয়ে আরেকটা রেকর্ড গড়ে ফেলেছেন আলকারাজ। ক্লে কোর্টে টানা দিনে ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল এবং ২০ বারের বিজয়ী জোকোভিচকে পরাজিত করা প্রথম খেলোয়াড় হলেন আলকারাজ। তার আগে এই দুজনকে টানা হারাতে পারেনি কেউ।
চলতি মৌসুমটা দুর্দান্ত কাটাচ্ছেন আলকারাজ। গত মাসে মিয়ামিতে প্রথম মাস্টার্স শিরোপা জেতার পর প্রথমবারের মতো বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে চলে এসেছেন এই তরুণ। ফাইনাল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। জোকোভিচের বিরুদ্ধে জয় ফাইনালে কাজে দিবে বলেই বিশ্বাস তার।
আলকারাজ বলেন, ‘এই জয় আমাকে ফাইনালে অনেক আত্মবিশ্বাস দিবে। আমি জানি যে আমি সত্যিই একটি ভালো খেলা খেলেছি। আমি মনে করি আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে পারবো এবং তাদের হারাতেও পারবো। এই আত্মবিশ্বাস আমার আছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি