ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছে স্পেনের ছয় টেনিস খেলোয়াড়। প্রত্যেকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয় দুই বছরের জন্য স্থগিত কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও সবাইকে বিভিন্ন মেয়াদে টেনিস থেকে নিষিদ্ধ করা হয়েছে।
ছয় খেলোয়াড়ের একসাথে ফিক্সিংয়ের সাথে জড়িত হওয়া টেনিস ইতিহাসের প্রথমবারের মতো ঘটলো। আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি এক বিবৃতিতে জানায়, “এই রকম টেনিসে এই রকম পূর্ব পরিকল্পিত ফিক্সিংয়ের ঘটনা এই প্রথম ধরা পড়লো।”
যে ছয় টেনিস তারকা ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন। তারা কেউই বড় কোনো তারকা খেলোয়াড় নন। তাদেরকে ৭ থেকে ২২ বছর পর্যন্ত টেনিস থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আদালত সবাইকে ৪৫০ ইউরো আর্থিক জরিমানা করেছে।
শুধু আদালত নয়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনও তাদেরকে আর্থিক জরিমানা করেছে। সবচেয়ে জরিমানা দিবেন ফরনেল মেস্ট্রেস। তাকে জরিমানা করা হয়েছে আড়াই লাখ ইউরো। এছাড়া মার্সে ভিড্রিকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার ইউরো। বাকি চার খেলোয়াড়কে সম্মিলিতভাবে সাড়ে চার লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
টেনিস থেকে নিষিদ্ধ হওয়ায় এই খেলোয়াড়রা আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এমনকি পেশাদার কোনো টেনিস খেলোয়াড়ের সাথে কোচ হিসেবেও কাজ করতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ হওয়া ছয় জনের মধ্যে ফরনেল মেস্ট্রেস এবং মার্সে ভিদ্রি র্যাঙ্কিংভুক্ত টেনিস খেলোয়াড় ছিলেন। ২০০৭ সালে মেস্ট্রেস ক্যারিয়ার সেরা ২৩৬তম স্থানে এসেছিলেন। বাকি চারজনের কেউই টেনিস র্যাঙ্কিংয়ে ছিলেন না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর