চলতি বছর অনুষ্ঠিতব্য টেনিসের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে উইম্বলডনে দেখা মিলবে না রাশিয়া কিংবা বেলারুশের কোনো তারকাকে। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের কারণে নিষিদ্ধ হয়েছে এই দুইদেশের অ্যাথলেটরা। বিষয়টা ভালোভাবে নেননি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। তিনি জানান, রাশিয়া আর বেলারুশের তারকাদের নিষিদ্ধ করাটা অন্যায় হয়েছে।
বছরের শুরুতেই ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এতে সমর্থন দিয়েছে তাদের প্রতিবেশি রাষ্ট্র বেলারুশ। এই কারণে ক্রীড়া বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে নিষেধাজ্ঞার মুখে পড়েছে এই দুই দেশ। এরই ধারাবাহিকতায় উইম্বলডনেও নিষিদ্ধ হয়েছে এই দু’দেশ।
উইম্বলডনের এই ঘোষণায় টুর্নামেন্টে দেখা মিলবে না অনেক বড় তারকাদের। দানিল মেদভেদেভ কিংবা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ছাড়াই মাঠে গড়াবে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট।
এটাই হতাশ করেছে নাদালকে। তিনি বলেন, “রাশিয়া-বেলারুশের খেলোয়াড়দের জন্য আমি দুঃখিত। তারা এর জন্য দায়ী নয়। তবুও তারা খেলতে পারছে না। এটা তাদের প্রতি অন্যায় করা হয়েছে।”
তবে এখানে উইম্বলডন কর্তৃপক্ষেরও কিছু করার ছিল না বলেও মনে করেন নাদাল। তার মতে যুক্তরাজ্য সরকারের দেওয়া সিদ্ধান্তই পালন করেছেন উইম্বলডনের আয়োজক কর্তৃপক্ষ।
এই বিষয়ে তিনি বলেন, “এখানে আসলে উইম্বলডন কর্তৃপক্ষেরও কিছু করার নাই। সরকার যে সিদ্ধান্ত দিয়েছে,উইম্বলডন তা শুধু প্রয়োগ করেছে।”
সাম্প্রতিক সময়ের ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন রাফায়েল নাদাল। সর্বোচ্চ ২১ গ্রান্ডস্ল্যামজয়ী এই তারকা উইম্বলডনের আগেই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর