অভিষেকেই শিরোপা জয় দিমিত্রভের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ এএম, ২১ নভেম্বর ২০১৭
অভিষেকেই শিরোপা জয় দিমিত্রভের

ডেভিড গোফিনকে পরাজিত করে প্রথমবারের মত এটিপি ট্যুর ফাইনালের শিরোপা জিতলেন গ্রিগর দিমিত্রভ। রোববার অনুষ্ঠি ফাইনালে দিমিত্রভ ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে গোফিনকে পরাজিত করে ১৯৯৮ সালের পরে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।

লন্ডনের ও ২ এরিনাতে বিস্ময়কর এই ফাইনাল ম্যাচে বুলগেরিয়ার ষষ্ঠ বাছাই দারুন চাপের মধ্যে ক্যারিয়ারর সবচেয়ে বড় শিরোপা অর্জন করেন। এই জয়ে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের পরে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন দিমিত্রভ।

ম্যাচ শেষে উচ্ছসিত ২৬ বছর বয়সী দিমিত্রভ বলেছেন, ‘গত দুই সপ্তাহ আমার দারুন কেটেছে। এখানে খেলতে পারাটা দারুন সৌভাগ্যের। আমার ক্যারিয়ারে এটা অন্যতম স্মরণীয় একটি শিরোপা। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার দল ও পরিবার আমাকে অবিশ্বাস্য রকম সহযোগিতা করেছে।’

ও২ এরিনাতে এবারের আসরে অপরাজিত থেকেই শিরোপা জিতেছেন দিমিত্রভ। গোফিনের বিপক্ষে রাউন্ড রবিন লিগে ৬-০, ৬-২ গেমে জয়ী হয়েছিলেন। কিন্তু গোফিনও প্রথম রাউন্ডে নাদালকে ও সেমিফাইনালে ফেদেরারকে পরাজিত করে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবে ফাইনালে কোর্টে নেমেছিলেন।

প্রথমবারের মত এবারের আসরে ফাইনালে এমন দু'জন মুখোমুখি হয়েছিলেন যারা উভয়ই প্রথমবারের মত এই টুর্নামেন্টে খেলতে এসেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের বিয়েতে রাতভর নেচেছেন সেরেনা

নিজের বিয়েতে রাতভর নেচেছেন সেরেনা

ফেদেরারকে হারিয়ে ফাইনালে গোফিন

ফেদেরারকে হারিয়ে ফাইনালে গোফিন

সবধরনের চেষ্টাই করছে নাদাল

সবধরনের চেষ্টাই করছে নাদাল

শিরোপা জিতে ট্যুর ফাইনালে সক

শিরোপা জিতে ট্যুর ফাইনালে সক