টেনিস ক্যারিয়ারে কখনই গ্র্যান্ডস্লাম শিরোপার স্বাদ পাননি ফরাসি টেনিস তারকা জো উইলফ্রেড সোঙ্গা। এই আক্ষেপ নিয়েই টেনিস ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। চলতি বছর ফ্রেঞ্চ ওপেন শেষেই নিজের র্যাকেট তুলে রাখবেন এই তারকা।
পুরো ক্যারিয়ার জুড়েই ইনজুরির সাথে লড়াই করেছেন জো উইলফ্রেড সোঙ্গা। ইনজুরির সাথে লড়াই করে বারবার মাঠে ফিরলেও ওইভাবে নিজেকে কখনই মেলে ধরতে পারেননি। টেনিস ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ হওয়া।
দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জো উইলফ্রেড সোঙ্গা। এ কারণে র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছেন। এটিপি র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে থাকা উইলফ্রেড সোঙ্গার বর্তমান অবস্থান ২২০।
এ কারণে ঘরের মাঠে ফ্রেঞ্চ ওপেনে সরাসরি খেলতে পারবেন না তিনি। বাছাইপর্ব পেরিয়ে তবেই ফ্রেঞ্চ ওপেনে নামতে পারবেন। আর এই টুর্নামেন্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
এক ভিডিও বার্তায় নিজের টেনিস ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি জানান জো উইলফ্রেড সোঙ্গা। তিনি বলেন, ‘এটাই আমার শেষ। ১৫তম বারের মতো রোলা গ্যারোতে খেলতে নামবো। আশা করি টুর্নামেন্টের পুরোটা সময় খেলার জন্য ফিট থাকবো।’
ব্যক্তিগত সাফল্য একদম কম হলেও দলগত সাফল্যে বেশ এগিয়ে আছেন তিনি। ২০১৭ সালে দীর্ঘ ১৬ বছর পর ফ্রান্সকে ডেভিস কাপ এনে দেন তিনি। পুরো ক্যারিয়ারে ১৮ এটিপি শিরোপা জিতেছিলেন এই টেনিস তারকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর