পাজরের চোট, ছয় সপ্তাহের জন্য কোর্টের বাইরে নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ মার্চ ২০২২
পাজরের চোট, ছয় সপ্তাহের জন্য কোর্টের বাইরে নাদাল

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে পাজরের চোটে পড়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সেই চোট এবার দেখা দিলো বেশ গুরুতর হয়ে! যার কারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হলো টেনিসের নাম্বার ওয়ান তারকাকে।

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে নাদাল জানিয়েছিলেন তিনি শ্বাসকষ্টে ভুগছেন। যার কারণে ফাইনালে তাকে অনায়াসেই হারিয়ে শিরোপা জিতে নিয়েছিলেন আমেরিকান তারকা টেলর ফ্রিটজ। তবে সেটা আসলে পাজরের চোটের প্রতিক্রিয়া ছিল।

পাজরের চোটের কারণে ৩৫ বছর বয়সী এই তারকা আগামী মাসে দুটি লড়াইয়ে অংশগ্রহণ করতে পারবেন না। মন্টে কার্লো এবং বার্সেলোনায় ক্লে কোর্টের দুটি টুর্নামেন্টেই নাদালকে দেখা যাবে না।

সব কাটিয়ে নাদাল ফিরতে পারেন ২২ মে থেকে শুরু হওয়া ফ্রান্স ওপেনে। প্যারিসে লাল মাটির কোর্টে নাদালই রাজা। রোল্যান্ড গ্যারোসে রেকর্ড ১৩ বার শিরোপা জিতেছেন ‘স্প্যানিশ ম্যাটাডর’ খ্যাত এই তারকা খেলোয়াড়।

ইনজুরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদাল একটি পোস্ট দিয়েছিলেন । সেখান তিনি লিখেন, ‘আমি ফাইনালে অস্বস্তির সাথে খেলার পরে অবিলম্বে আমার মেডিকেল টিমকে পরীক্ষা করতে বলেছিলাম। সেখানে দেখা যাচ্ছে, আমার একটি পাঁজরে ফাটল রয়েছে। এটি ভাল খবর নয়, আমি এটি আশা করিনি।’

চলতি বছর দুর্দান্ত ফর্মে ছিলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে মহাকাব্যিক লড়াইয়ে ড্যানিয়েল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১তম গ্রান্ডস্ল্যাম জিতেছিলেন স্প্যানিশ তারকা। টানা ২০ ম্যাচ অপরাজিত ছিলেন। ২১তম ম্যাচে এসে হারলেন ফ্রিটজের বিপক্ষে।

নাদাল চার সপ্তাহ পর আবার অনুশীলন শুরু করতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।। তবে ছয় সপ্তাহের মধ্যে পর সেরে উঠতে পারেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

নাদালকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন টেলর ফ্রিটজ

নাদালকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন টেলর ফ্রিটজ

মেদভেদভকে হটিয়ে টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

মেদভেদভকে হটিয়ে টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

ম্যারাথন লড়াই জিতে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে নাদাল

ম্যারাথন লড়াই জিতে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে নাদাল

২৫ বছরেই টেনিস কোর্টকে বিদায় বললেন অ্যাশলি বার্টি

২৫ বছরেই টেনিস কোর্টকে বিদায় বললেন অ্যাশলি বার্টি