চলতি বছর টানা ২০ ম্যাচ অপরাজিত ছিলেন রাফায়েল নাদাল। অবশেষে ২১তম ম্যাচে এসে হারের মুখ দেখলেন স্প্যানিশ তারকা। তাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টর্সের শিরোপা জিতে নিয়েছেন আমেরিকান তারকা টেলর ফ্রিটজ।
ফাইনাল ম্যাচ শুরুর আগেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাদাল। তাও লড়াই করে গেছেন। তবে শেষ পর্যন্ত আর দূষিত বাতাসের সঙ্গে পেরে ওঠেননি। হেরে গেছেন ৬-৩, ৭-৬ (৭.৫) সেটের সহজ ব্যবধানে।
ম্যাচশেষে নাদাল বলেন, ‘আমার জন্য শ্বাস নেওয়া কঠিন ছিল। আমি যখন শ্বাস নেওয়ার চেষ্টা করি, তখন খুবই যন্ত্রণা এবং অস্বস্তিকর লাগছিল। যখন আমি শ্বাস নিই, তখন সূঁচের মতো অনূভূত হচ্ছিল।’
নাদাল আরও বলেন, ‘এটা এমন এক ধরনের ব্যথা যা আমাকে অনেক সীমাবদ্ধ করে রেখেছে।। এটি শুধুমাত্র ব্যথা সম্পর্কেই নয়। আমি মোটেই খুব ভালো অনুভব করছি না। কারণ এটা আমার শ্বাস-প্রশ্বাসকে প্রভাবিত করে।'
ম্যাচের শুরু থেকেই নাদালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি তার জন্য আমি দুঃখিত,। ভয়ে আছি, এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়দিন লাগে।’
ওইদিকে গোঁড়ালির চোট নিয়েও ফাইনাল খেলা ফ্রিটজের এটা দ্বিতীয় শিরোপা। আমেরিকান তারকা ভাবেননি যে এই সমস্যা নিয়ে তিনি ফাইনাল খেলবেন। কেননা চোট ছিল খুবই গুরুতর।
শিরোপা জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি ফ্রিটজ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট জেতা আমার শৈশবের স্বপ্নগুলোর মধ্যে একটি। বিশেষ করে ইন্ডিয়ান ওয়েলস। ভাবিওনি এটা সত্যি হবে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি