দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৭ মার্চ ২০২২
দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনে এক হয়েছে পুরো দেশ। বসে নেই রাশিয়ান ক্রীড়াবিদরাও। যে যেভাবে পারছে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিচ্ছে। এবার দেশের টানে টেনিস র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়েছেন সাবেক ইউক্রেনীয় টেনিস তারকা আলেকজান্ডার ডলগোপোলভ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন ডলগোপোলভ। সেখানে দেখা যাচ্ছে একটি রাইফেল, হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট পাশাপাশি রেখেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আগে ব্যবহার করেছিলাম র‍্যাকেট এবং স্ট্রিং, এখন এগুলো।’

ইন্সটাগ্রামে তাকে অনুসরণ করা ভক্তদের উদ্দেশ্য এক সময়ের শীর্ষ তারকা ডলগোপোলভ লিখেছেন, ‘কিয়েভ, আমি যা পারি তাই নিয়েই আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে এসেছি।’ টেনিস র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩ নাম্বার পর্যন্ত গিয়েছিলেন এই ইউক্রেনীয় তারকা।

সবশেষ ২০২১ সালের মে মাসে টেনিস কোর্টে নেমেছিলেন ডলগোপোলভ। হাতের কব্জির ইনজুরির কারণে এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি এই তারকা। তার নামের পাশে তিনটি এটিপি শিরোপাও রয়েছে।

তুরস্ক সফরের সময় পেশাদার সৈন্যদের থেকে রাইফেল চালানো শিখেছিলেন ডলগোপোলভ। তা নিয়েই নেমে পড়েছেন দেশকে রক্ষা করতে। তিনি আরও লিখেন, ‘আমি এক সপ্তাহেই দক্ষ হয়ে যেতে পারবো না। তবে অস্ত্র নিয়ে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি।।‘

এর আগে ডলগোপোলভেরই সহকর্মী সাবেক টেনিস খেলোয়াড় সের্গি স্ট্যাখভস্কিও যুদ্ধে নেমে গেছেন। দেশের জন্য লড়াইয়ে নামা বাকিরা হলেন – বক্সিংয়ে দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ভাসিলি লোমাচেঙ্কো এবং বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলেক্সান্ডার ইউসিক।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ