মেদভেদভকে হটিয়ে টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৫ মার্চ ২০২২
মেদভেদভকে হটিয়ে টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

সম্প্রতি টেনিসের সাবেক নাম্বার ওয়ান জোকোভিচকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদভ। তবে বেশিদিন ধরে রাখতে পারলেন না। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে হেরে রাফায়েল নাদালের কাছে শীর্ষস্থান খুইয়েছেন মেদভেদভ।

সোমবার (১৫ মার্চ) ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে গেইল মনফিলসের কাছে ৪-৬, ৬-৩, ৬-১ গেমে হেরে যান মেদভেদেভ। আর এই হারই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এক হারেই খুঁইয়েছেন মুকুট।

ওইদিকে অন্য ম্যাচে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ব্রিটেনের ড্যানিয়েল ইভান্সকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দখল করেছেন মেদভেদবের জায়গা। ২০২২ সালে এখন পর্যন্ত অপরাজিত রইলেন নাদাল।

মেদভেদভকে হারাতে পেরে আনন্দিত মনফিলস। তিনি বলেন, ‘আমি এখন বেশ খুশি। আমি আমার জোনে আছি।’ ১৩ বছরের মধ্যে এই প্রথম বিশ্বের কোনো এক নম্বর খেলোয়াড়কে পরাজিত করলেন মনফিলস।

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে পুরুষ টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়েছিলেন নাদাল। চলতি বছর এখনো হারের মুখ দেখেননি তিনি। ইন্ডিয়ান ওয়েলসেও ধরে রাখলেন সেই ধারা।

ইভান্সকে হারিয়ে ক্যারিয়ারের ৪০০তম মাস্টার্স ম্যাচের জয় তুলে নিলেন নাদাল। এই জয়ের পর নাদাল বলেন, ‘টুর্নামেন্টে চালিয়ে যেতে পেরে আমি খুশি। আমার মনে হচ্ছে কয়েকটি ম্যাচ খেলার পর আমি আরও ভালো খেলছি। আমার উন্নতি হচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়

ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়

ডোপ টেস্টে ধরা পড়ে চার বছর নিষিদ্ধ আমেরিকান টেনিস তারকা

ডোপ টেস্টে ধরা পড়ে চার বছর নিষিদ্ধ আমেরিকান টেনিস তারকা

ট্রফি বিসর্জন দিবেন তবুও টিকা নিবেন না জোকোভিচ

ট্রফি বিসর্জন দিবেন তবুও টিকা নিবেন না জোকোভিচ

অবসরের ঘোষণা দিয়ে আফসোসে পুড়ছেন সানিয়া

অবসরের ঘোষণা দিয়ে আফসোসে পুড়ছেন সানিয়া