ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১২ মার্চ ২০২২
ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়

ইন্ডিয়ান ওয়েলসে প্রথম রাউন্ডে জয় দিয়ে টুর্নামেন্টে দারুন শুরু করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। এই জয়ের মধ্যে দিয়ে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন মারে। জাপানের তারো ড্যানিয়েলকে হারিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৭’শতম জয়।

লড়াইটা মোটেই সহজ ছিল না মারের জন্য। জিতেছেন ১-৬.৬-২,৬-৪ সেটে। সংখ্যা দেখেই বুঝা যাচ্ছে কেমন লড়াই হয়েছে। প্রথম সেটে ড্যানিয়েলের সামনে দাঁড়াতেই পারেননি ব্রিটেনের তারকা।

দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মারে। জিতে নেনে ৬-২ ব্যবধানে। তৃতীয় সেটে ড্যানিয়েল লড়াইয়ের আভাস দিলেও মারের দুর্দান্ত ফোরহ্যান্ডের সাম্‌নে অসহায় হয়ে হার মেনে নেন ৬-৪ সেটে।

৭’শতম জয়ের মাইলফলকে পৌছানো পর বিসিবিকে মারে বলেন, ‘এটার অর্থ অনেক। চার বা পাঁচ বছর আগেও আমার এমন লক্ষ্য ছিল না। কিন্তু গত কয়েক বছরে যা ঘটেছে তা মাইলফলকের মতো।’

এই তারকা আরও বলেন, ‘গত বছরের শেষের দিকে আমার লক্ষ্য ছিল ৮০০টি ম্যাচ জয়ের চেষ্টা করা এবং লক্ষ্য পৌঁছানো। আমি যদি আগামী কয়েক বছরের জন্য ৪০-৫০টি ম্যাচ জিততে পারি, তবে এটি অবশ্যই সম্ভব।’

ম্যাচ জিতলেও ড্যানিয়েলের লড়াইয়ের প্রশংসা করতে ভুললেন না মারে। মারে পলেন, ‘ওর (ড্যানিয়েল) কোয়ালিফায়ারে কয়েকটি ম্যাচ ছিল। যার জন্য সে সত্যিই উত্তপ্ত হয়ে উঠেছিল। জয়টা সহজ ছিল না।’

দ্বিতীয় রাউন্ডে মারে খেলবেন কাজাখস্তানের ৩৩ নম্বর বাছাই আলেকজান্ডার বুবলিকের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চূড়ান্ত হয়নি ফেদেরারের মাঠে ফেরার দিনক্ষণ

চূড়ান্ত হয়নি ফেদেরারের মাঠে ফেরার দিনক্ষণ

ডোপ টেস্টে ধরা পড়ে চার বছর নিষিদ্ধ আমেরিকান টেনিস তারকা

ডোপ টেস্টে ধরা পড়ে চার বছর নিষিদ্ধ আমেরিকান টেনিস তারকা

টেনিস কোর্টে ইউক্রেনের কাছে হেরে গেল রাশিয়া

টেনিস কোর্টে ইউক্রেনের কাছে হেরে গেল রাশিয়া

টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি

টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি