করোনা ভাইরাসের ভ্যাকসিনের সঙ্গে নোভাক জোকোভিচের যেন অদৃশ্য শত্রুতা। ভ্যাকসিন না নেয়ার জন্য খেলতে পারেনি অস্ট্রেলিয়ান ওপেন। কয়েকদিন আগে তো ঘোষণাই দিয়েছিলেন, প্রয়োজনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিবেন তবুও ভ্যাকসিন নিতে রাজি নন তিনি।
নিজের বলা কথাতেই অনড় রইলেন ‘জোকার’ খ্যাত এই সার্বিয়ান টেনিস তারকা। যার দরুণ এবার ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান। মার্কিন সরকারের কোভিড -১৯ নিরাপত্তা নিয়মের কারণেই জোকোভিচের এই সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদার এই দুই আসরে জোকোভিচের না থাকাটা হতাশারই বটে। নিজেও যেন একটু হতাশ জোকার। এ নিয়ে এক টুইটার বার্তায় দিয়েছেন এই তারকা খেলোয়াড়।
টুইটারে জোকোভিচ লিখেছেন, ‘আমি জানতাম যে আমি ভ্রমণ করতে পারব না। সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) নিশ্চিত করেছে যে নিয়মগুলি পরিবর্তন করা হবে না। তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পারবো না। যারা এই দুর্দান্ত টুর্নামেন্টে খেলবেন, তাদের সবার জন্য শুভকামনা।’
বাহিরের দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে করোনার ভ্যাকসিন নিয়ে তবেই প্রবেশ করতে হবে বলে নিয়ম জারি করেছিল সে দেশের সরকার। ভ্যাকসিন না নেয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দুটি মর্যাদাপূর্ণ মার্কিন টুর্নামেন্টে জোকোভিচের অংশগ্রহণ কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তার মধ্যে ছিল।
যদিও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া খেলোয়াড়দের তালিকায় জোকোভিচের নাম ছিল। এ নিয়ে টুর্নামেন্ট প্রধানরা বলেন, ‘নোভাক জোকোভিচ টুর্নামেন্ট এন্ট্রি তালিকায় রয়েছে। তাকে ড্রতে রাখা হয়েছে। তবে তিনি সিডিসি অনুমোদন পেয়ে ইভেন্টে অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি