ক্রীড়াঙ্গনে মাদক সেবন নতুন কিছু নয়। মাদক সেবন করে নিষিদ্ধ হওয়ার অজস্র নজির আছে। এবার নিষিদ্ধ হলেন আমেরিকান টেনিস খেলোয়াড় ভারভারা লেপচেঙ্কো। মাদক সেবনের দায়ে ২০২১ সালের আগস্টে তাকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এবার চূড়ান্তভাবে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০২১ সালের জুলাই মাসে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সের সময় নিষিদ্ধ মাদক সেবনের সন্দেহে ডোপ টেস্ট করা হয়েছিল লেপচেঙ্কোর। সে টেস্টে পজিটিভ আসার পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
তখন ট্রাইব্যুনালে লেপচেঙ্কো জানিয়েছিলেন, তিনি ইচ্ছাক্ক্রিতভাবে মাদক সেবন করেননি। অজ্ঞাতসারে হয়তো গ্রহণ করে ফেলেছেন। তাই তার শাস্তি সাময়িক রাখে আদালত। তবে এবার আর রক্ষা পাননি।
লেপচেঙ্কোর ব্যাপারে ট্রাইব্যুনাল বলেছে, ‘উক্ত খেলোয়াড়ের দেয়া প্রমাণগুলো অস্পষ্ট। যার কোনো ভিত্তি নেই। আমরা তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কখন, কি পরিমাণে নেয়া (মাদক) হয়েছিল সেটাও জেনেছি।’
এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাদক সেবনের দায়ে অভিযুক্ত হলেন উজবেক বংশোদ্ভূত এই মার্কিন টেনিস তারকা। আগেরবার তার কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি বলে এবাররের শাস্তিকেই প্রথম ধরা হচ্ছে।
২০১৬ সালে লেপচেঙ্কোসহ বেশ কয়েকজন ক্রীড়াবিদ মেলডোনিয়াম পরীক্ষা করেছিলেন। সেবার তার সতীর্থ আরেক টেনিস তারকা মারিয়া শারাপোভা নিষিদ্ধ হয়েছিলেন। তখন রক্ষা পান লেপচেঙ্কো।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]