শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮
শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

বছরের প্রথম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে কেই নিশিকোরিকে সরাসরি সেটে উড়িয়ে দেন এই স্প্যানিশ তারকা। সেই সঙ্গে ধরে রাখলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। এ নিয়ে আসরের রেকর্ড ১১তম শিরোপা জিতলেন নাদাল।

ফাইনাল পর্যন্ত একটি সেটেও হারেন নি নাদাল। সেই ধারাবাহিকতা অব্যাহত ছিলো ফাইনালেও। নাদালের কাছে পাত্তাই পান নি নিশিকোরি। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল। পরের সেটে আরও আগ্রাসী নাদাল ৬-২ ব্যবধানে জয় পান।

মাত্র ৯৪ মিনিটেই নিষ্পত্তি হয় ফাইনালের। চলতি বছরে এই প্রথম কোনো টুর্নামেন্ট জিতলেন নাদাল।

ফ্রেঞ্চ ওপেনের আগে ক্লে কোর্টে প্রস্তুতিটা ভালোই হলো এই স্প্যানিশ তারকার। মন্টে কার্লোতে ক্লে কোর্টে এই টুর্নামেন্টের পর, মাদ্রিদ, বার্সেলোনা ও ইতালিয়ান আরো তিনটি আসরে অংশ নিবেন নাদাল। তিনটি টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ক্লে কোর্টে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র

ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র

স্টুর্টগার্ট দিয়ে ফিরছেন শারাপোভা

স্টুর্টগার্ট দিয়ে ফিরছেন শারাপোভা

সেমিতে দিমিত্রোভের মুখোমুখি নাদাল

সেমিতে দিমিত্রোভের মুখোমুখি নাদাল

কী হবে সানিয়া-শোয়েব মালিক দম্পত্তি সন্তানের পদবী

কী হবে সানিয়া-শোয়েব মালিক দম্পত্তি সন্তানের পদবী