ট্রফি বিসর্জন দিবেন তবুও টিকা নিবেন না জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ট্রফি বিসর্জন দিবেন তবুও টিকা নিবেন না জোকোভিচ

করোনা ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এমনকি সেখানে তাকে পড়তে হয়েছিল বিভিন্ন ঝামেলায়। তবুও টিকা না নেওয়ার পক্ষে অনড় রয়েছেন এই সার্বিয়ান তারকা। জানিয়েছেন, ট্রফি বিসর্জন দিবেন তবুও টিকা নিবেন না তিনি।

২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনা ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ায় বেশ ঝামেলার মধ্যে পড়েন নোভাক জোকোভিচ। তবে এ ঘটনার পরও টিকা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি।

জানিয়েছেন, ‘ভবিষ্যতের ট্রফিগুলো মিস করব, তবুও ভ্যাকসিন নিব না। আমি ভ্যাকসিন বিরোধী আন্দোলনে যুক্ত হতে চাই না, তবে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে।’

এদিকে উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনেও অংশ নেওয়ার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এতেও টিকা নিতে জোকোভিচের মধ্যে কোনো আগ্রহ জন্মায়নি। বরং নিজের সিদ্ধান্তে অটল থেকে টুর্নামেন্ট না খেলার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

নিজে করোনা ভ্যাকসিন না নিলেও এর ভ্যাকসিন বিরোধী নন বলে জানিয়েছেন জোকোভিচ। বলেন, ‘কারো টিকা নেওয়া কিংবা না নেওয়াটা সম্পূর্ণ তার বিষয়। তাদের করোনা টিকা নেওয়া-নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি কখনোই করোনা টিকা নেওয়ার বিরোধী নই। ছেলেবেলায় প্রয়োজনীয় অনেক টিকা নিয়েছি আমি।’

বিভিন্ন টুর্নামেন্ট কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বেশ কঠোর করছে। এতে একের পর এক টুর্নামেন্ট মিস করতে পারেন নোভাক। এতে হয়তো নাদাল-ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই নিজের ক্যারিয়ারকে বিদায় জানাতে হতে পারে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় বিতর্কের পর দুবাইয়ের কোর্টে জোকোভিচ

অস্ট্রেলিয়ায় বিতর্কের পর দুবাইয়ের কোর্টে জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে চান জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে চান জোকোভিচ

এবার আদালতে হারলেন জোকোভিচ, ফিরবেন দেশে

এবার আদালতে হারলেন জোকোভিচ, ফিরবেন দেশে

কোভিড আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার জোকোভিচের!

কোভিড আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার জোকোভিচের!