দীর্ঘদিন ধরে টেনিস কোর্টের বাইরে আছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজয়ার ফেদেরার। এছাড়াও বয়সের ভারে কমেছে খেলার ধার। এ কারণেই নিজের ক্যারিয়ার নিয়ে দোটানায় আছেন ফেদেরার। আর দোটানা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভাবছেন তিনি। চলতি বছরের এপ্রিল-মে মাসে নিজের ভবিষ্যত জানিয়ে দিবেন বলে জানিয়েছেন।
২০২০ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিলেন রজার ফেদেরার। এরপর থেকেই টেনিস কোর্ট থেকে দূরে আছেন ৪০ বছর বয়সী এ সুইস তারকা।
দূরে থাকলেও তার মাঠে ফেরা কিংবা অবসর নিয়ে কিছুদিন পর পরই শোনা যায় বিভিন্ন গুঞ্জন। নিজেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন ফেদেরার।
বলেন, ‘সামনের কয়েকমাস আমার জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যেই আমি নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবো।’
বয়সের ভারে ইনজুরিও ফেদেরারের পিছনে লেগে আছে। ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে দুইবার শল্য চিকিৎসকের ছুরির নিচে গিয়েছিলেন তিনি। এ সময়ে মাত্র ১৯ ম্যাচ খেলেছিলেন তিনি।
ইনজুরি থেকে ফিরলেও আগের মতো অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেননি ফেদেরার। বরং প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমার্পণের চিত্র বেশ কয়েকবারই ফুটে উঠেছিল।
এরপর থেকেই টেনিস থেকে ফেদেরার বিদায় ঘণ্টা বাজিয়ে দেন অনেকেই। এ সময়ে নিজের মুখে কুলুপ এটে ছিলেন তিনি। এবার জানালেন, চলতি বছরের এপ্রিল-মে মাসে নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত জানাবেন।
সর্বশেষ ২০১৮ সালে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রজার ফেদেরার। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্ল্যাম পূরণ করেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]