অস্ট্রেলিয়ান ওপেনের নারী দ্বৈতে প্রথম পর্বে হারার পর টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বলেছিলেন, চলতি মৌসুম শেষে তাকে আর কোর্টে দেখা যাবে না। তবে এক সপ্তাহ যেতে না যেতেই নিজের সিদ্ধান্তের জন্য আফসোস ঝরে পড়লো সানিয়ার কন্ঠে।
বছরের প্রথম ওপেনে নারী দ্বৈতে হেরে গেলেও মিশ্র দ্বৈত বাকি ছিলো সানিয়ার।। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে সেখানেও হেরে বসেন সানিয়া। মিশ্র দ্বৈতের কোয়ার্টার ফাইনালে সানিয়া এবং রাজীব রাম জুটি ৪-৬, ৬-৭ (৫-৭) গেমে হেরে যান অস্ট্রেলিয়ান জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে।
মিশ্র দ্বৈতে হেরে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিল এই বুঝি শেষবারের মতো মেলবোর্নে পা পড়লো সানিয়ার। এখন থেকে নিশ্চয়ই টেনিস ব্যাটটা তুলে রেখে দিবেন। কিন্তু ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর সানিয়ার কন্ঠে অবসরের ঘোষণা নিয়ে রীতিমতো আফসোসই ঝরে পড়লো।
সানিয়া বলেন, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছে খুব দ্রুত আর তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’
ভারতীয় এই টেনিস তারকা আরো জানালেন অবসরের কথা বললেও আপাতত তার ভাবনায় শুধু খেলা চালিয়ে যাওয়া। তিনি বলেন, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, জেতার জন্যই খেলব। আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’
সানিয়ার এমন কথাবার্তার পর ভারতীয় গণমাধ্যমে তার অবসরের ঘোষণা তুলে নেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ব্যাপারটা রহস্যই রাখলেন এই টেনিস তারকা। সানিয়া বলেন, ‘বছরের শেষে কী ঘটতে চলেছে, তা নিয়ে ভাবতে চাই না। আমি এখন যেখানেই টুর্নামেন্ট খেলব, জিততে চাইবো।’
ক্যারিয়ারে সাতবার দ্বৈত শিরোপা জেতা এই তারকা আরো বলেন, ‘হারি বা জিতি, আমি খেলাটাকে উপভোগ করছি। এখনো শতভাগ দেয়ার সামর্থ্য আমার আছে। আমি খেলে যেতে চাই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস