করোনাভাইরাস মহামারির কারণে অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচ থাকবেন না তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। এ শঙ্কার মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ তার ভিসা বাতিল করে দেওয়ায় আটক হন তিনি। শেষমেষ তাকে দেশেই ফিরতে হচ্ছে।
শীর্ষ প্রায় সব টেনিস তারকারাই কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। কিন্তু এর ব্যতয় ঘটিয়ে এখনও ভ্যাকসিন নেননি নোভাক জোকোভিচ। এ কারণেই অস্ট্রেলিয়ান ওপেনেও খেলা হচ্ছে না তার।
এর আগে টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় প্রবেশের সাথে সাথেই জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। কিন্তু অস্ট্রেলিয়ান আদালত তার পক্ষে রায় দেওয়ায় জোকোভিচ অনুশীলনে নামতে পেরেছিলেন।
এরপরেই আবারও তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়ান অভিবাসন বিভাগ। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী আদালতের রায় উপেক্ষা করতে পারে অভিবাসন বিভাগ। সে নিয়মের সুবিধা নিয়েই তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়া।
এরপর আবারও আদালতের দ্বারস্ত হন নোভাক জোকোভিচ। তবে এবার আর জোকোভিচের পক্ষে নয়, রায় দেওয়া হয়েছে সরকারের পক্ষে। এ কারণেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না জোকোভিচ।
২১তম গ্রান্ড গ্ল্যাম জয়ের লক্ষ্যেই মেলবোর্নে এসেছিলেন জোকোভিচ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভিসা বাতিল হওয়ায় তাকে দেশে ফিরতে হচ্ছে।