শঙ্কায় থাকা জোকোভিচকে নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
শঙ্কায় থাকা জোকোভিচকে নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র অনুষ্ঠিত

টেনিসের শীর্ষ তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচকে নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ ড্র অনুষ্ঠিত হয়। তবে জোকোভিচের ভিসা সংক্রান্ত জটিলতা এখনো না কাটায় তার খেলা নিয়ে শঙ্কা রয়েই গেছে।

জোকোভিচের কারণেই নির্ধারিত সময়ের কিছুটা পরে বৃহস্পতিবার ড্র অনুষ্ঠিত হয়। শুরু হতে যাওয়া বছরের এ প্রথম গ্র্যান্ড স্ল্যামে সার্বিয়ান তারকা শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ক্যারিয়ারের ১০ম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন।

এছাড়া জোকোভিচের সামনে হাতছানি রয়েছে রেকর্ড ২১তম স্ল্যাম শিরোপা জয়েরও। তবে করোনা প্রতিরোধী ভ্যাক্সিন না নেওয়া জোকোভিচ অস্ট্রেলিয়ান সরকারের সকল বিধিনিষেধের বাইরে গিয়ে বিশেষ বিবেচনায় মেলবোর্নে খেলতে এসেই বিপাকে পড়েছেন। আইনানুযায়ী তার ভিসাও বাতিল হয়ে যাওয়ার কথা, যা নিয়ে এখনো আইনি লড়াই চলছে।

ড্র অনুযায়ী সোম বা মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে কোর্টে নামবেন ৩৪ বছর বয়সী জকোভিচ। যদি শেষ পর্যন্ত তার অস্ট্রেলিয়ায় থাকা নিশ্চিত হয় তবে দুই সপ্তাহের কঠিন এ টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি ও ফিটনেস নিয়েও যথেষ্ঠ শঙ্কা রয়েছে। ভিসা জটিলতায় প্রায় চার রাত তাকে অনেকটা কারাগারের মতো পরিস্থিতিতে কাটাতে হয়েছে।

তবে শেষ পর্যন্ত যদি তাকে খেলতে দেওয়া না হয় তাহলে তার স্থানে বাছাইপর্বের ফাইনাল রাউন্ডে বাদ পড়া কেউ সৌভাগ্যের জোড়ে মূল ড্র’তে জায়গা পেয়ে যাবেন। ষষ্ঠ বাছাই স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদালও রেকর্ড ২১তম স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মেলবোর্নে এসেছেন। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মার্কোস গিরোন।

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ও ইউএস ওপেন বিজয়ী, মেলবোর্নের গতবারের ফাইনালিস্ট ডানিল মেদভেদেভ সুইজারল্যান্ডের হেনরি লাকসোনেনের বিপক্ষে স্ল্যাম লড়াই শুরু করবেন।

নারীদের বিভাগে বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি প্রথম রাউন্ডে একজন কোয়ালিফায়ারের সাথে প্রথমবারের মতো ঘরের মাটিতে কোনো গ্যান্ড স্ল্যাম জয়ের মিশনে খেলতে নামবেন। বার্টির সাথে শেষ ১৬’তে দেখা হয়ে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ও ১৩তম বাছাই নাওমি ওসাকার। কলম্বিয়ার কামিলা ওসোরিও বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে কোর্টে নামবেন ওসাকা।

দুটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টেই একটা আগে ভাগেই বিদায় নেওয়া দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান স্টর্ম সান্ডার্সের বিপক্ষে প্রথম রাউন্ডে কোর্টে নামবেন। ইউএস ওপেন বিজয়ী এমা রাদুকানু প্রথম রাউন্ডেই যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জোকোভিচকে আধাঘণ্টার মধ্যে মুক্তির নির্দেশ আদালতের

জোকোভিচকে আধাঘণ্টার মধ্যে মুক্তির নির্দেশ আদালতের

ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

অস্ট্রেলিয়াকে আদালত দেখিয়ে টেনিস কোর্টে জোকোভিচ

অস্ট্রেলিয়াকে আদালত দেখিয়ে টেনিস কোর্টে জোকোভিচ

মেদভেদেভের স্বপ্ন ভেঙে জকোভিচের হাসি

মেদভেদেভের স্বপ্ন ভেঙে জকোভিচের হাসি