দুই সপ্তাহ পরই ১৭ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হচ্ছে বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদাকর লড়াই অস্ট্রেলিয়ান ওপেন। তবে এবারের আসরে লড়াইটা বোধ হয় ঠিক উপভোগ করতে পারবেন না দর্শকরা। অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে না পারায় টেনিসের শীর্ষ তারকা নোভাক জকোভিচকে সীমান্তে আটকে দিয়েছে দেশটির বর্ডার ফোর্স (এবিএফ)।
প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা না নেওয়ায় জকোভিচের কাছে কোন সার্টিফিকেট নেই। ফলে আপাতত অস্ট্রেলিয়ায় ঢুকতে পারছেন না নাম্বার ওয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স জানিয়েছে, ‘মি. জকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। যার কারণে পরবর্তীতে তার ভিসা বাতিল করা হয়।’
এুদিকে বিশ্বগণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে টেনিস খেলোয়াড়দের ক্ষেত্রে করোনা টিকার বাধ্যবাধকতা তুলে নিয়েছিল সরকার। জকোভিচও তা মেনে উড়াল দিয়েছিলেন মেলবোর্নের পথে। তবে বুধবার (৫ জানুয়ারি) মেলোবোর্নের টুলামারিন বিমানবন্দরে পা রাখলেও বের হতে পারেননি।
বিমানবন্দর থেকে বের হতে গেলে তাকে আটকে দেওয়া হয়। সেখানে জকোভিচকে জানানো হয়, ভিসা পাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা থেকে তাকে রেহাই দেওয়া হলেও এখন সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এরপর তাকে সরকারী ব্যবস্থাপনায় পার্ক হোটেলে রাখা হয়। যেখানে করোনা আক্রান্ত রোগীদের রাখা হতো।
জকোভিচকে আটকে দেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ান সরকার প্রধান স্কট মরিসন বলেছেন, ‘নিয়ম নিয়মই। বিশেষ করে যেটা আমাদের সীমান্তের ব্যাপার হয়। কেউই এ নিয়মের ঊর্ধ্বে নয়। সীমান্তে আমাদের এ কঠিন নিয়ম কড়াকড়ির কারণেই অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের তুলনায় কম। আমরা এটা বহাল রাখবো।’
জকোভিচের আটকে দেওয়ার খবর পেয়ে সার্বিয়া থেকেও সাড়া আসছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘মাত্রই নোভাকের সঙ্গে টেলিফোনে কথা হলো। তাকে জানিয়েছি, পুরো সার্বিয়া তার সঙ্গে আছে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের এ হয়রানির অবসান ঘটানোর জন্য আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন মেনে আমরা সত্য, ন্যায় ও নোভাকের জন্য লড়াই চালিয়ে যাবে। আমরা সবাই জানি, নোভাক কতটা শক্ত।’
ছেলের এমন অবস্থায় সাহস জুগিয়েছেন জকোভিচের বাবা সারজান জোকোভিচ। জকোভিচ সার্বিয়ায় ফিরলে তাকে বীরের বেশে বরণ কর্বে নেওয়া হবে হলেও তিনি জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের গর্ব, আমাদের নোভাক ফিরলে আমরা সবাই তাকে বরণ করে নিতে চাই।'
১৭ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসর। টুর্নামেন্টের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নসহ সর্বোচ্চ ৯ বার রেকর্ড শিরোপা জিতেছেন 'জোকার' খ্যাত সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তবে এবার তার হয়তো আর খেলা হচ্ছে না।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]