ইউএস ওপেনের শিরোপা জিতে সবার নজর করেছিলেন বৃটিশ তারকা এমা রাডুকানু। এরপর থেকেই টেনিস বিশ্বে তাকে নিয়ে শুরু হয়েছে আলাদা আলোচনা। তবে আলোচনা শুরু হলেও এখনও মাঠে নিয়মিত হতে পারেননি তিনি। এর মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের আগে মাঠে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বছরের প্রথম গ্র্যান্ডগ্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নের এ টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় চলছে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে খেলবেন না এমা রাডুকানু।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে আবুধাবিতে হওয়া মুবাদালা টেনিস টুর্নামেন্টে খেলা কথা ছিল তার। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আবুধাবিতে খেলতে পারেননি রাডুকানু। এর পর থেকেই আইসোলেশনে ছিলেন তিনি।
মাত্রই আইসোলেশন থেকে মুক্তি পেয়ে অনুশীলন শুরু করেছেন রাডুকানু। এ কারণেই এখনই মাঠে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মাঠে না ফেরার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির দেওয়া বিবৃতিতে রাডুকানু জানিয়েছেন, মাত্রই করোনা মুক্ত হওয়ায় এখনই মাঠে ফিরবেন না তিনি। কিছুদিন অনুশীলন শেষে সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনে মাঠে ফিরতে আগ্রহী।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে কোয়ালিফায়ার খেলে গ্র্যান্ডগ্ল্যাম শিরোপা জিতেছিলেন এমা রাডুকানু। এটিই ছিল তার প্রথম গ্র্যান্ডগ্ল্যাম টুর্নামেন্ট। চলতি বছরের অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডগ্ল্যাম টুর্নামেন্ট খেলতে নামবেন ১৯ বছর বয়সী এ তারকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]