প্রথমবারের মতো ইউএস ওপেন খেলতে এসেই শিরোপা জিতেছিলেন টেনিস তারকা এমা রাডুকানু। তিনিই এবার করোনা আক্রান্ত হয়েছেন।
আবুধাবির প্রদর্শনী টুর্মামেন্ট মুবাদাল ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে এমা রাডুকানুর খেলার কথা ছিল। তবে করোনা আক্রান্ত হওয়া খেলতে পারবেন না। বিষয়টি নিজেই নিশ্চিত করেছে রাডুকানু।
সোমবার (১৩ ডিসেম্বর) তিনি জানান, আবুধাবির টুর্নামেন্ট থেকে সরে আসতে বাধ্য হওয়ায় তিনি হতাশ। তবে দ্রুতই সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী রাডুকানু।
এ টিনেজার বলেন, ‘আবু ধাবিতে সমর্থকদের সামনে আমি খেলতে মুখিয়ে ছিলাম। নিয়ম অনুযায়ী আমি নিজেকে আইসোলশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠবো।’
টেনিস ইতিহাসে বাছাই পর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম কোনো গ্র্যান্ড গ্ল্যাম শিরোপা জিতেছেন রাডুকানু। চলতি বছর ইউএস ওপেনের শিরোপা জিতে এ রেকর্ড গড়েন তিনি।
১৯৭৭ সালের সর্বশেষ ভার্জিনিয়া ওয়েড বৃটিশ নারী হিসেবে মেজর কোনো শিরোপা জিতেছিলেন। তিনি উইম্বলডন শিরোপা জিতেছিলেন। এমা রাডুকানু নতুন বছরের শুরুতেই অংশ নিবে অস্ট্রেলিয়ান ওপেনে। তবে তার এর আগে ডব্লিউটিএ মেলবোর্ন ওয়ার্ম-আপ টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]