নতুন বছরের শুরুতেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্রান্ডগ্ল্যামে অংশ নিতে লাগবে কোভিড-১৯ টিকা। টিকা ছাড়া কোনো খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির পরিচালক ক্রেইগ টাইলি।
সর্বশেষ কয়েকমাস ধরে অস্ট্রেলিয়ার রাজনীতিতে টিকা নিয়ে চলছে পরস্পরবিরোধী মন্তব্য। টিকা বাধ্যতামূলক করা হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়া সরকার।
তাই তো অস্ট্রেলিয়ান ওপেনে খেলা খেলোয়াড়দের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে টিকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি। এ বিষয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পরিচালক ক্রেইগ টাইলি বলেন, ‘নোভাক জানে এখানে (অস্ট্রেলিয়ান ওপেন) খেলতে হলে টিকা নিতে হবে। আমরা তাকে এখানে চাই।’
টিকার বিষয়টির পাশাপাশি মাঠে দর্শক থাকবেন কিনা সে নিয়েও ছিল নানা ধরনের জল্পনা-কল্পনা। মেলবোর্নে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ওপেনে দর্শকদের প্রবেশাধিকার থাকছে বলে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করার পর প্রশ্ন জেগেছে কতজন টিকা নিয়েছে। এ বিষয়ে এক প্রতিবেদনে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শীর্ষ ১০০জন পুরুষ তারকা টেনিস তারকাদের মধ্যে ৮০জন টিকা নিয়েছেন। নারীদের খেলোয়াড়দের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২২ সালে ১৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের আসর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]