রাশিয়ান দানিল মেদভেদেভকে ফাইনালে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে প্যারিস মাস্টার্সের শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার ক্যারিয়ারে এটি ষষ্ঠ প্যারিস মাস্টার্স ও রেকর্ড ৩৭তম মাস্টার্স শিরোপা।
চলতি বছরের সেপ্টেম্বরে বছরের শেষ গ্রান্ড গ্ল্যামে মেদভেদভের কাছে পরাজিত হয়ে ইউএস ওপেনের শিরোপা জিততে পারেননি জোকোভিচ। তবে এবার সে ভুল করেননি এ সার্বিয়ান তারকা। মেদভেদভকে হারিয়েই শিরোপা নিজের করে নিয়েছেন তিনি।
শুধু শিরোপা জয় নয়, আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। শনিবার (৬ নভেম্বর) নিশ্চিত হয়েছিল টানা সাত বারের মত এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন এ সার্বিয়ান তারকা।
রোববার (৭ নভেম্বর) প্যারিস মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হয় বিশ্বের শীর্ষ দুই তারকা। হাই ভোল্টেজ এ ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়েন জোকোভিচ। তবে শেষ পর্যন্ত ফাইনাল জিতে শিরোপা নিজের করে নিয়েছেন তিনি। সেমিফাইনালেও হাবার্ট হারকাজের বিপক্ষেও তিন সেটের লড়াইয়ে প্রথম সেটে হেরেছিলেন সার্বিয়ান তারকা।
এ নিয়ে প্যারিসে দ্বিতীয়বারের মত ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বের দুই শীর্ষ তারকা। শেষ পর্যন্ত এবার শেষ হাসি হাসলেন নোভাক জোকোভিচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]