ইন্ডিয়ান ওয়েলস ডব্লিউটিএ মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। ইন্ডিয়ান ওয়েলস ডব্লিউটিএ মাস্টার্স টুর্নামেন্ট সরে জাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি হয়তোবা এ বছরই আর কোর্টে নামবেন না।
উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি সর্বশেষ ইউএস ওপেনে খেলেছেন তিনি। তবে সেখানে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে হতাশ করেছেন এ অস্ট্রেলিয়ান তারকা।
ইন্ডিয়ান ওয়েলস ডব্লিউটিএ মাস্টার্স টুর্নামেন্ট এর আগে ইনজুরির কারণে নাম প্রত্যহার করে নিয়েছেন ২০১৮ চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ও অভিজ্ঞ সেরেনা উইলিয়ামস। এর ফলে টুর্নামেন্টের আর্কষণ অনেকাংশেই কমে যাওয়ার আশঙ্কা করছেন আয়োজকরা।
বার্টির কোচ ক্রেইগ টাইজার মাসের শুরুতে বলেছিলেন, বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল মেক্সিকোতে সড়িয়ে নেওয়ায় বার্টি হয়তবা অংশ নিবেন না। সে পর্যন্ত তা’ই হলো।
মেক্সিকো থেকে ফিরে অস্ট্রেলিয়ান কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী বার্টিকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে কারণে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে তার প্রস্তুতিতে ঘাটতি দেখা যাবে। এ জন্যই তিনি বছরের শেষ টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]